পিংগ গাছ
প্রচলিত নাম : পিংগ
ইংরেজী নাম : Ping
বৈজ্ঞানিক নাম : Cynonetra polyandra Roxb.
পরিবার : Leguminosae
পরিচিতি : বড় আকারের চিরসবুজ বৃক্ষ। ডালসমূহ খুবই লম্বা ও উজ্জ্বল। পাতা পেরিপিনেট, ১৫.০-২২.৫ সে. মি. লম্বা, পত্রক ৪-৬টি, ৫-১০ সে. মি. লম্বা ও লম্বাটে। ফুল সাদা, কাক্ষিক ও করাইন। ফল পড ০.৫ সে. মি, লম্বা, কাষ্ঠাল ও মসৃণ।
বিস্তৃতি : বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে জন্মে।
সাধারণ ব্যবহার : কাঠ খুবই শক্ত, ভারী ও দৃঢ়। কাঠ থেকে উত্তম কাঠকয়লা পাওয়া যায়। এছাড়া, বিবিধ নির্মাণ কাজে ব্যবহৃত হয়।