গাছপালা

পাহাড়ি শিমূল গাছ

প্রচলিত নাম : পাহাড়ি শিমুল

ইংরেজী নাম ; Hill Cotton Tree

বৈজ্ঞানিক নাম : Bombax insigne Wall.

পরিবার : Bombacaceae

পরিচিতি : মাঝারী থেকে বড় আকারের পত্রঝরা বৃক্ষ। শাখা-প্রশাখা খুবই কম। পাতা যৌগিক, পত্রক ৭-৯টি ও খণ্ডিত। ফুল ইটের মতো লাল, বিক্ষিপ্তভাবে পত্রহীন শাখায় ফুটে। ফল ক্যাপসুল ও ১২-১৮ সে. মি. লম্বা।

বিস্তৃতি : ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহের পত্রঝরা বনে পাওয়া যায়।

সাধারণ ব্যবহার : কাঠ অনেকটা শিমূল কাঠের মতো এবং ব্যবহারও অনুরূপ। ফল থেকে তুলা হয় ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *