পেরিফেরাল নার্ভাস সিস্টেম
পেরিফেরাল নার্ভাস সিস্টেম
সোমাটিক নার্ভাস সিস্টেম বা দৈহিক স্নায়ু তন্ত্র
সোমাটিক নার্ভাস সিস্টেম (Somatic Nervous system) পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একটি অংশ যার মাধ্যমে যা দেহের ঐচ্ছিক পেশীসমুহের ক্রিয়া (সঞ্চালন) নিয়ন্ত্রিত হয়। এখানে এমন কিছু বহির্গামী স্নায়ু আছে যারা পেশির সংকোচন ঘটাতে উদ্দিপনা প্রদান করে। এর অংশ সমুহ
ক্রেনিয়াল নার্ভ।
স্পাইনাল নার্ভ।
ক্রেনিয়াল নার্ভ বা করোটিক স্নায়ু
১২জোড়া স্নায়ু যা মস্তিস্ক থেকে উৎপন্ন হয়ে খুলির বিভিন্ন রন্ধ দ্বারা বাইরে বের হয়ে আসে।
ক্রেনিয়াল নার্ভসমূহ ও তাদের প্রধান কাজ
কাজ | ঘ্রান গ্রহণ
|
নং | নাম
অলফেক্টরি অপটিক | অকুলোমোটর
ধন।
সেনসরি, সেনসরি মোটর
|
– চক্ষুগোলকের নড়াচড়া – পিউপিলের আকার আকৃতি পরিবর্তন
মোটর
৪ছ | | ট্রলিয়ার
ট্রাইজেমিনাল
মিশ্র
এবড়ুসেন্ট
মোটর
ফেসিয়াল
মিশ্র
| অক্ষিগোলকের নড়াচড়া
– কর্ণিয়ার প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রন – মুখমন্ডলের ত্বকের সেনসরি হিসেবে কাজ করে – চর্বন পেশীর মোটর হিসেবে কাজ করে।
অক্ষিগোলকের পার্শ্ব নড়াচড়ায় সাহায্য করা। – মুখমন্ডলের ভঙ্গিমা প্রকাশে সাহায্য করা। – স্বাদ গ্রহন – লালাগ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রন |- শ্রবণ
– মাথার নড়াচড়া ও অবস্থান নিয়ন্ত্রন
স্বাদ গ্রহণ শ্বাসতন্ত্র , হৃৎপিন্ড, পরিপাক তন্ত্র, যকৃত ও অগ্নাশয়ের কাজ নিয়ন্ত্রন। | কোমল তালু, ফ্যারিংস ও ল্যারিংসের ক্ষেত্রে মোটর হিসেবে কাজ করে। | জিহ্বার নড়াচড়া ।
সেনসরি
ভেসটিবুলো ককলিয়ার।
গ্লসোফেরিথ্রিয়াল
| মিশ্র
ভেগাস
মিশ্র
১১ এক্সেসরি
মোটর
১২ | হাইপোগ্লোসাল
মোটর
স্পাইনাল নার্ভ
স্পাইনাল নার্ভ বলতে স্পাইনাল কর্ড থেকে উদ্ভূত মিশ্র প্রকৃতির নার্ভ যারা দেহ ও স্পাইনাল কর্ডের মাঝে মোটর, সেনসরি ও অটোনমিক সংকেত বহনকারী হিসেবে কাজ করে। স্পাইনাল নার্ভ সমূহ পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ।
মানুষের দেহে ৩১ জোড়া (ডান ও বাম) স্পাইনাল নার্ভ রয়েছে। প্রতিটি নার্ভ। ভার্টিব্রাল কলামের খন্ডিতাংশশের সাথে (প্রায়) নামকরণকৃত। নার্ভগুলো হলো (১) সারভাইকেল নার্ভ ৮ জোড়া (সি-১ থেকে সি-৮) (2) থোরাসিক ১২ জোড়া (টি-১ হতে টি-১২) (৩) লাম্বার ৫ জোড়া (এল-১ হতে এল-৫ পর্যন্ত) (৪) স্যাক্রাল ৫ জোড়া (এস-১ হতে এস-৫) (৫) কক্সিজিয়াল ১ জোড়া।
অটোনমিক নার্ভাস সিস্টেম
স্নায়ু তন্ত্রের যে অংশ দেহের আভ্যন্তরিন অঙ্গসমুহের কার্যাবলী (অনৈচ্ছিক) নিয়ন্ত্রন করে তাকে অটোনমিক (Autonomic) সয়ংক্রিয় স্নায়ু তন্ত্র নামে অবিহিত করা হয়। এর দুটি অংশ রয়েছে
১. সিম্পেথেটিক (Sympathetic) অংশ
২. প্যারাসিম্পেথেটিক (Parasympathetic)
সাধারন ভাবে বলা যায় সিম্পেথেটিক ও প্যারা সিস্পেথেটিক স্নায়ু একে অপরের বিপরিত ধর্মী কাজ করে। তবে একে পরিপুরক বলাটাই যুক্তি যুক্ত । যেমন – সিম্পেথেটিক গতি বৃদ্ধি করে এবং প্যারা সিম্পেথেটিক গতি হ্রাস করে। সাধারনত সিম্পেথেটিক অংশ ত্বরিৎ ক্রিয়ার জন্য আবশ্যক এবং প্যারাসিম্পেথেটিক অংশ ত্বরিৎ নয় এমন কাজের জন্য আবশ্যক।