এনাটমি ও ফিজিওলজি

মেনিঞ্জেস

মেনিঞ্জেস

মেনিঞ্জেস হলো মস্তিস্ক ও স্পাইনাল কর্ডের আবরন। এর তিনটি স্তর আছে –

ডুরা মেটার।

এরাকনয়েড মেটার

পায়া মেটার।

 

এই তিনটি স্তরের মাঝে দুটি ফাঁকা স্থান রয়েছে

সাব ডুরাল স্থান- ডুরা মেটার ও এরাকনয়েড মেটারের মধ্যবর্তী স্থান।

সাব এরাকনয়েড স্থান – এরাকনয়েড মেটার ও পায়ামেটারের মধ্যবর্তী স্থান। এ স্থানে সি এস এফ থাকে।

 

সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বা সি এস এফ

বিশেষ ধরনের রূপান্তরিত তরল যোজক কলা যা মস্তিস্কের অভ্যন্তরস্থ গহবরসমূহে তৈরি হয় এবং মেনিঞ্জেস এর সাবরাকনয়েড স্পেস-এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়।

 

সি এস এফ-এর প্রধান কাজ: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করা, পুষ্টি সরবরাহ, বিপাকীয় বর্জ্য নিস্কাশন, মস্তিস্কের ওজন কমানো ইত্যাদি।

 

স্পাইনাল কর্ড

ভার্টিব্রাল ফোরামেন-এ অবস্থিত দীর্ঘ নলাকৃতি অঙ্গ যা ফোরামেনা ম্যাগনাম থেকে (মস্তিস্কের ভিত্তিমুলে অবস্থিত) কটিদেশের উৰ্দ্ধ অংশ পর্যন্ত বিস্তৃত।

 

কাজ

ইহা অন্তগামী ও বহির্গামী প্রেরনার চলন পথ।

ইহা প্রতিবর্তী ক্রিয়ার প্রধান কেন্দ্র।

ইহা পেশীর কার্যাবলী নিয়ন্ত্রনকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *