এনাটমি ও ফিজিওলজি

সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র 

সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র

স্নায়ু তন্ত্রের যে অংশ গৃহিত সকল তথ্য সমন্বিত করে এবং দেহের বিভিন্ন অংশের ক্রিয়া নিয়ন্ত্রন করে তাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম (Central Nervous System) বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলা হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ ১) ব্রেইন ২)স্পাইনাল কর্ড।

 

১. ফোরব্রেইন : এটি বৃহৎ অংশ। এটি খুলির ঠিক নিচে অবস্থান করে। এটি ডান ও বাম অংশে বিভক্ত। আবার প্রতিটি অংশও পুনরায় বিভিন্ন অংশে বিভক্ত । যেগুলোকে লোব বলা হয়)। এর উপরিভাগে একটি বিশেষ স্তর রয়েছে যেখানে দেহের বিভিন্ন ক্রিয়ার (যেমন- কথা বলা, দেহের বিপরিত দিকের অংশের ঐচ্ছিক নড়াচড়া, আবেগ, মনোযোগ, স্মৃতি, দর্শন-স্পর্শের মাধ্যমে কোন বস্তু সনাক্তকরণ, শ্রবনের মাধ্যমে ধ্বনি সনাক্তকরণ ইত্যাদি) কেন্দ্র অবস্থিত।

২. মিডব্রেইন : ফোর ও হাইড ব্রেইন এর সংযোজক হিসেবে ক্রিয়া করে। এখানে একটি গহবর রয়েছে যা ব্রেইনের অন্য দুটি গহবরকে সংযুক্ত করে। উল্লেখিত গহবর সমূহে সিএসএফ নামক তরল পদার্থ থাকে।

৩. হাইন্ড ব্রেইন : এটিও কয়েকটি অংশে বিভক্ত। এখানে দুটি গহবর রয়েছে। | ভাইটাল সেন্টারগুলো যেমন কার্ডিওভাসকুলার সেন্টার, রেসপিরেটরি সেন্টার ও বমন , কাশি ও হাঁচি, গলাধকরণ সংক্রান্ত রিফ্লেক্স সেন্টার এখানে অবস্থান করে। এছাড়াও ক্রেনিয়াল নার্ভগুলোর বেশিরভাগ এখান থেকেই উৎপত্তি লাভ করে।

 

ব্রেইন এর বিভিন্ন অংশ দেহের বিভিন্ন ক্রিয়া সাধন ও নিয়ন্ত্রনের কাজ সাধন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *