পেরিকার্ডিয়াম ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
পেরিকার্ডিয়াম
পেরিকার্ডিয়াম (pericardium) হলো তন্তুময় থলের মত অংগ যা হৃৎপিন্ড ও বৃহৎ রক্ত নালীকার মূল কে আবৃত করে রাখে।
গঠন
গঠনগত ভাবে পেরিকার্ডিয়াম দুটি স্তর দ্বারা তৈরি।
ক) ফাইব্রাস পেরিকার্ডিয়াম: এটি বাইরের স্তর।
খ) সেরাস পেরিকার্ডিয়াম: ভেতর দিকের স্তর। এটি একটি দ্বিস্তর বিশিষ্ট – বাইরের
প্যারাইটাল ও ভেতরের ভিসেরাল:
প্যারাইটাল ও ভিসেরাল লেয়ারের (স্তরের) মাঝখানে একটি ফাকা স্থান বিদ্যমান, একে পেরিকার্ডিয়াল ক্যাভিটি (গহবর) বলে। এখানে সেরাস ফুইডের (সেরাস ক্যাভিটির লাইনিং এপিথেলিয়া কর্তৃক নিঃসৃত তরল) পাতলা একটি স্তর থাকে। এই তরলের প্রধান কাজ পিচ্ছিল করণ।