Uncategorized @bn, নিরাপদ চিকিৎসা, রক্ত ও হৃদরোগ

 ব্লাড ভেসেল বা রক্তনালী ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

 ব্লাড ভেসেল বা রক্তনালী

ব্লাড বা রক্ত

রক্ত (Blood) হলো কোষীয় বস্তু (লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা ও অনুচক্রিকা) ও আন্তঃকোষীয় উপাদান প্লাজমার সমন্বয়ে গঠিত বিশেষ ধরনের তরল কানেকটিভ টিস্যু যা একটি ভেসেল সিস্টেম (আবদ্ধ সঞ্চালক নালীকা)-এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। ইহা দেখতে লাল, ঘন এবং ঈষৎ ক্ষারীয়।

 

ভেসেল বা সঞ্চালন নালীকা

ভেসেল ( vessel) বা সঞ্চালন নালীকা হলো নলাকার অংগ যার মধ্যে দিয়ে দেহে বিভিন্ন তরল পদার্থ যেমন রক্ত (ব্লাড), লসিকা (লিম্ফ) পরিবাহিত হয় বা সঞ্চালিত হয়। মানব দেহের সর্বত্রই বিভিন্ন ধরনের ভেসেল রয়েছে। মানব দেহে দুই ধরনের ভেসেল রয়েছে, যথা –

১. ব্লাড ভেসেল বা রক্ত নালী

২. লিম্ফেটিক ভেসেল বা লসিকা নালী

 

ব্লাড ভেসেল বা রক্ত নালী (blood vessell)

এক ধরনের ভেসেল বা সঞ্চালন নালীকা যার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়। দুই ধরনের ব্লাড ভেসেল রয়েছে; যথা

১. আর্টারী বা ধমনী।

২. ভেইন বা শিরা।

 

আর্টারী বা ধমনী

আর্টারী (Artery) হলো এক ধরনের ভেসেল যার দ্বারা রক্ত হৃৎপিন্ড হতে দেহের দিকে রক্ত প্রবাহিত হয়। আটারী বা ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে (পালমোনারী আর্টারী ব্যতিত)।

 

ভেইন বা শিরা

ভেইন (Vein) বা শিরা একধরনের সঞ্চালন নালীকা যার দ্বারা দেহ হতে হৃৎপিন্ডের দিকে রক্ত প্রবাহিত হয়। ভেইন বা শিরা কার্বনডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে (পালমোনারী ভেইন ব্যতিত)।

আটারী ও ভেইন এর মধ্যে পার্থক্য

| আলোচ্য

| ধমনী

| শিরায় । | পার্শ্ব দেয়াল

| পুরু

| পাতলা | বেড়

| ছোট

বড় জ য় | সাব এন্ডোথেলিয়াল স্তর | স্পষ্ট

| অস্পষ্ট হয় । টিউনিকা মিডিয়া। বেশ পুরু।

পাতলা। | টিউনিকা এভেনটিসিয়া। | পাতলায়

পুরু

) ভাল বা কপাটিকা। অনুপস্থিত

উপস্থিত রক্ত প্রবাহ

হৃৎপিন্ড থেকে দেহের। দেহ থেকে হৎপিন্ডের | দিকের

| দিকে রক্ত প্রবাহের গতি দ্রুত

| ধীর

 

ক্যাপিলারী

ক্যাপিলারী (Capillary) অতি ক্ষুদ্র সঞ্চালক নালীকা যা আর্টারিওল (আর্টারীর শেষ প্রান্ত) ও ভেনিওল (ভেইন-এর শেষ প্রান্ত) কে সংযুক্ত করে। এদের পার্শ্ব দেয়ালে এক স্তর এন্ডোথেলিয়াল কোষ রয়েছে (বিশেষ ধরনের স্কোয়ামাস এপিথেলিয়াল ) এখানে রক্ত ও কোষের মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদান ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *