নিরাপদ চিকিৎসা, হাড় ও সন্ধি রোগ

অস্টিওপরোসিস চিকিৎসা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

অস্টিওপরোসিস 

এর অর্থ হাড় ক্ষয় হয়ে যাওয়া। সাধারণত বৃদ্ধ বয়সে এই সমস্যা দেখা দেয়। এ সমস্যা দেহের যে কোন স্থানে হতে পারে। তবে মেরুদন্ডের হাড়ে বেশি হয়ে থাকে। যে স্থানে অস্টিওপরোসিস হয় সেখানে বেদনা হয়। সে স্থান নড়াচড়া করতে সমস্যা হয়। এর সবচেয়ে মারাত্নক দিক হলো ক্ষয় হয়ে যাওয়া হাড় ভেঙ্গে যাওয়া। এতে স্থায়ী পঙ্গুত্ব হতে পারে।

 

প্রাথমিক চিকিৎসা

কোন রোগীর বয়স ৩৫ এর বেশি হলে এবং কোমড়ে, ঘাড়ে, হাঁটুতে বেদনা হয় তবে অস্টিওপরোসিস সন্দেহ করা যেতে পারে এবং এ ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা (৭-১৫ দিনের জন্য) প্রদান করা যেতে পারে।

 

 

সাধারণ ব্যবস্থাপনা

আক্রান্ত স্থানকে বিশ্রাম দিতে হবে।

ডলাডলি বা মালিশ থেকে বিরত থাকতে হবে।

সাধারণত আক্রান্ত স্থানে গরম স্যাক দেওয়া ( যদি রোগী উপশম বোধ করে)।

 

ঔষধ। ১) ক্যালসিয়াম সাপ্লিমেন্ট

= জেনেরিক: ক্যালসিয়াম + ভিটামিন ডি; (Calcium + Vitamin D)

ব্র্যান্ড- এরিস্টোক্যাল ডি (Aristocal-D) , প্রস্তুতকারক: বেক্সিমকো, ডোজ: প্রাপ্ত বয়স্ক -একটি ট্যাবলেট দিনে একবার খাবার পর।

২) মধ্যম ক্রিয়াশীল এনালজেসিক:

। জেনেরিক: প্যারাসিটামল (paracetamol) ;

ব্রান্ড-নাপা (NAPA), প্রস্তুতকারক: বেক্সিমকো

ডাঃ আব্দুল্লাহ আল কাইয়ুম

৬৫০

মেডিসাইন্স পাবলিকেশন্স

চলনতন্ত্রের রোগ

ডোজ: প্রাপ্ত বয়স্ক (১২+): ট্যাবলেট নাপা র‍্যাপিড-১টি করে দিনে তিন

বার। ৩) উচ্চ ক্রিয়াশীল এনালজেসিক:

| জেনেরিক: ন্যাপ্রোপ্রোক্সেন+ ইসোমেপ্রাজল; (Naproxen +

Esomeprazol) ব্রান্ড-ডিনোভো-৫০০/০ (Dinovo-500/20), প্রস্তুতকারক-বেক্সিমকো ডোজ: প্রাপ্ত বয়স্ক (১২+): ১ ট্যাবলেট সকালে ও রাতে খাবার ২০ মিনিট পূর্বে।

পরবর্তীতে একজন এমবিবিএস চিকিৎসকের নিকট প্রেরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *