অস্টিওআথ্রাইটিস চিকিৎসা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
অস্টিওআথ্রাইটিস
জয়েন্ট বা সন্ধির নিকটবর্তী অস্থির অপরিভাগের আবরণের ক্ষয় হলে এ সমস্যা দেখা দেয়। সাধারণত হাঁটুতে এই সমস্যা বেশি হয়ে থাকে। সময়মত চিকিৎসা না করালে পঙ্গুত্বের সম্ভাবনা বেশি। এই রোগের লক্ষণ আক্রান্ত সন্ধিতে বেদনা হওয়া, ফুলে যাওয়া, গরম হয়ে যাওয়া, সকালে ঘুম থেকে উঠলে বেদনার বৃদ্ধি ইত্যাদি।
প্রাথমিক চিকিৎসা
মৃদু বেদনার ক্ষেত্রে স্বল্পস্থায়ী (সর্বোচ্চ ৭ দিন) প্রাথমিক চিকিৎসা প্রদান করা যেতে পারে।
সাধারণ ব্যবস্থাপনা
আক্রান্ত স্থানকে বিশ্রাম দিতে হবে।
ডলাডলি বা মালিশ থেকে বিরত থাকতে হবে।
সাধারণত আক্রান্ত স্থানে গরম স্যাক দেওয়া ( যদি রোগী উপশম বোধ করে)।
ঔষধ। ১) ক্যালসিয়াম সাপ্লিমেন্ট
জেনেরিক: ক্যালসিয়াম + ভিটামিন ডি; (Calcium + Vitamin D) । ব্র্যান্ড- এরিস্টোক্যাল ডি (Aristocal-D) , প্রস্তুতকারক: বেক্সিমকো
ডাঃ আব্দুল্লাহ আল কাইয়ুম
মেডিসাইন্স পাবলিকেশন্স
চলনতন্ত্রের রোগ
ডোজ: প্রাপ্ত বয়স্ক একটি ট্যাবলেট দিনে একবার খাবার পর।
২) মধ্যম ক্রিয়াশীল এনালজেসিক:
a জেনেরিক প্যারাসিটামল (paracetamol) ;
ব্রান্ড-নাপা (NAPA), প্রস্তুতকারক: বেক্সিমকো . ডোজ: প্রাপ্ত বয়স্ক (১২+): ট্যাবলেট নাপা র্যাপিড-১টি করে দিনে তিন।
বার। ৩) উচ্চ ক্রিয়াশীল এনালজেসিক:
| জেনেরিক: ন্যাপ্রোপ্রোক্সেন+ ইসোমেপ্রাজল; (Naproxen +
Esomeprazol) L ব্রান্ড-ডিনোভো-৫০০/২০ (Dinovo-500/20), প্রস্তুতকারক-বেক্সিমকো
ডোজ: প্রাপ্ত বয়স্ক (১২+): ১ ট্যাবলেট সকালে ও রাতে খাবার ২০ মিনিট পূর্বে।
পরবর্তীতে একজন এমবিবিএস চিকিৎসকের নিকট প্রেরণ করতে হবে।