নিরাপদ চিকিৎসা, মানসিক রোগ

ওসিডি থেকে মুক্তির উপায় ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

অবসেসিভ কম্পারসিভ ডিজরার

অবসেসিভ কম্পালসিভ ডিজরডার (Obsessive compulsive disorder) হলো একটি মানসিক সমস্যা যার বৈশিষ্ট্য হলো অহেতুক চিন্তা ও ভীতি ( অবশেসন) যা তাকে একটি কাজ বারংবার করতে (কম্পালসিভ) বাধ্য করে।

 

যেমন; একবার ধোবার পরও হাতে ময়লা থাকার অনুভূতি ( অবশেসন) যার ফলে সে বারবার হাত ধৌত করে (কম্পালসিভ)

 

 

অবসেসিভ কম্পালসিভ ডিজরডারের কারণ 

১. বংশগত

২. রোগ: ব্রেইন এর কিছু রোগাবস্থা যেমন- পারকিনসন ডিজিজ, ব্রেইন এর আঘাতের পর।

৩. মানসিক চাপ।।

 

অবসেসিভ কম্পালসিভ ডিজরডার এর লক্ষণ

অবসেসিভ কম্পালসিভ ডিজরডার এর ক্লিনিক্যাল ফিচার ভিন্ন ধরনের হতে পারে তবে সকল ক্ষেত্রেই কিছু ধারা কিংবা সাদৃশ্য রয়েছে। সচরাচরভাবে দেখা যায় এমন লক্ষণ সমূহ হলো

১. বারংবার হাত ধোয়া,

২. অতিরিক্ত পরিচ্ছন্নতা ( কেউ একটি পরিস্কার করার পরও নিজে আবার করা)।

৩. বারংবার পরীক্ষা করা (যেমন তালা ঠিক মত দেয়া হলো কি না)

৪. যে কোন কাজের সাথে গননার সম্পর্ক করা (সিড়ি গুনে উঠা)

৫. গুছানো প্রবণতা: সকল কিছু একদম পরিপাটি করে রাখা ।

৬. খারাপ কিছু ঘটার অহেতুক চিন্তা।

৭. শান্তনা খুঁজে বেড়ানো।।

 

অবসেসিভ কম্পালসিভ ডিজরডার এর জটিলতা। 

১. কর্মসংস্থান না থাকা (কারণ চাকুরী চলে যায় কিংবা বেশি খুতখুতে হওয়ার কারনে ব্যবসা করতে না পারা)।

২. পারিবারিক ও সামাজিক অভিযোজন সমস্যা

৩. সম্পকে সমস্যা।

৪. জীবনযাত্রার মান কমে যাওয়া।

৫. এংজাইটি ডিজরডার।

৬. ডিপ্রেশন

৭. বার বার হাত পোয়র ফলে কনটাক্ট ডার্মাটাইটিস।

 

অবসেসিভ কমপালসিভ ডিজরডারের লক্ষণ দেখা দিলে রোগীকে দ্রুত একজন মানসিক রোগ বিশেষজ্ঞের নিকট প্রেরণ করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *