হিস্টিরিয়া রোগের প্রতিকার ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
হিসটেরিয়া
হিস্টেরিয়া (Hysteria) হলো একটি কমপ্লেক্স নিউরোসিস যেখানে মানসিক দ্বন্দ শারীরিক লক্ষণে যেমন- সেনসরি হাস পাওয়া ও অস্বাভাবিক মোটর ক্রিয়া ইত্যাদিতে রূপান্তরিত হয় এবং যেখানে এ ধরনের লক্ষণের কোন শারীরিক কারণ নেই।
হিস্টেরিয়ার ক্লিনিক্যাল ফিচার
১. সাধারণত ৩৫ বছর বয়সের পূর্বে দেখা দেয়।
২. মহিলাদের ক্ষেত্রেই বেশী দেখা যায় ।
৩. অস্বাভাবিক মোটর ক্রিয়া; যেমন
নন-এপিটেপটিক সিজার (মৃগী ব্যতিত খিচুনী)।
অস্বাভাবিক শারীরিক প্রকাশ ও চলাচল
হাত-পা -এর অবশতা ও কাঁপুনি।
৪. সেনসরি ক্ষমতা হ্রাস পাওয়া
চেতনা হারানো |
দৃষ্টিজণিত সমস্যা; যেমন- চোখে দেখতে না পাওয়া, দ্বিত্ব দেখা।
কানে শুনতে না পাওয়া
কথা বলতে না পারা
স্মৃতিশক্তি হ্রাস পাওয়া
৫. লক্ষণসমূহ অল্প সময় কাল স্থায়ী হয় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে।
হিস্টেরিয়ার লক্ষণ দেখা দিলে রোগীকে দ্রুত একজন মানসিক রোগ বিশেষজ্ঞের নিকট প্রেরণ করতে হবে।