মাথাঘাস বা মুথা ঘাস
প্রচলিত নাম : মুথা ঘাস
ইংরেজী নাম : Mutha grass
বৈজ্ঞানিক নাম : Cyperus rotundus Linn.
পরিবার : Cyperaceae
পরিচিতি : মুথো বা মুস্তব এক জাতীয় ঘাস। এ ঘাসের মূল গ্রন্থি আকারের।
বিস্তৃতি : বাংলাদেশের বিভিন্ন স্থানে একে দেখা যায়।
ব্যবহার্য অংশ : সমগ্র উদ্ভিদ।
ঔষধী ব্যবহার :
১) আমাশয় হলে অনেকেরই পেট কুন কুন করে, পেটে ব্যথা হয়। এক্ষেত্রে মুথোর কাথ খেলে ব্যথা সারে, আমাশয়ও সারে।
২) হাত ও পায়ের জ্বালায় মুথোর রস লাগালে জ্বালা দূর হয়।
৩) মৃগি রোগে এক চামচ মুথোর রস চার চামচ দুধে মিশিয়ে নিয়মিত খেলে রোগের তীব্রতা কমে।
৪) ক্ষতস্থানে মুথোর রস ঘিয়ে পাক করে লাগালে ক্ষত সত্বর সেরে যায়।
৫) মুথোর রসে অল্প জল মিশিয়ে কিছুক্ষণ অন্তর কুলকুচো করতে থাকলে, কিছুদিনের মধ্যেই পায়রিয়া রোগ সেরে যায়।
৬) বোলতা বা বিছের দংশনে দংশিত স্থানে মুথো বেটে লাগালে যন্ত্রণার উপশম হয়। মদকাসক্ত ব্যক্তিকে মুথোসিদ্ধ জল বেশি করে খাওয়ালে নেশার তীব্রতা ধীরে ধীরে কমে যায়।
৮) অজীর্ণ রোগে চার পাঁচ গ্রাম কাঁচা মুথো থেঁতো করে জলে মিশিয়ে সেদ্ধ করে ছেঁকে দিনে চার-পাঁচ বার করে খেলে রোগ তাড়াতাড়ি সারে।