গাছপালা

মান্দার গাছ

প্রচলিত নাম : মান্দার

ইংরেজী নাম : Indian Coral Tree

বৈজ্ঞানিক নাম : Erythrina variegata Linn.

পরিবার : Leguminosae S.E. Papilionaceae

পরিচিতি : মধ্যম আকারের পত্রমোচী বৃক্ষ। বাকলের রং সবুজাভ হলুদ। বাকলের সর্বত্রই অসংখ্যই ত্রিকোনাকৃতির কালো কাটা আছে। বাকল কাগজের মত পাতলা। পাতা মসৃন, উজ্জ্বল, ৩ (তিন) পত্রক বিশিষ্ট। পত্র বৃন্ত ১০-১৫ সেঃ মিঃ লম্বা হয়। পত্রক ১২-২০ সেঃ মিঃ লম্বা হয়, রম্বসাকৃতির, অর্ধবৃত্তাকার, ডিম্বাকৃতির হয়। ফুল বড়, প্রায় ১৫ সেঃ মিঃ লম্বা, লাল বর্ণের রেসিম।। বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র।

ফুল ফুটার সময় : ফেব্রুয়ারী-মার্চ।

বীজ সংগ্রহ : মে-জুলাই।

সাধারণ ব্যবহার : কাঠ হালকা, নরম, সাদা রং-এর। গৃহস্থালীর আসবাব তৈরীর কাজে ব্যবহার করা হয় । মধ্যমমানের জ্বালানী কাঠ। উপকুলীয় অঞ্চলে বিশেষ করে চরাঞ্চলে নতুন আবাদকালিন বাড়ির চারপাশে ফেনসিং হিসাবে লাগানো হয়। সুপারি চারা রোপনের আগে ছায়াদায়ী গাছ হিসাবেও উপকূলীয় এলাকায় লাগানো হয়ে থাকে। ফুল থেকে লাল রং পাওয়া যায়। এছাড়া কাঠ খেলনা ও প্যাকিং বাক্সে ব্যবহৃত হয় ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *