মাসল বা পেশি ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
মাসল বা পেশি
মাসল (Muscle ) বা পেশী হলো তম্ভ দ্বারা গঠিত সংকোচনশীল বিশেষ ধরনের কলা যা দেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ক্রিয়ায় ভূমিকা পালন করে।
মাসল এর শ্রেণী বিভাগ
গঠন ও কার্যগত বৈশ্যিষ্টের উপর ভিত্তি করে একে তিন ভাগে ভাগ করা হয়
১. স্কেলেটাল (Skeletal) বা কংকালতান্ত্রিক বা ভলান্টারী (ঐচ্ছিক) বা সোমাটিক (দৈহিক) বা স্ট্রিয়েটেড (সরেখ) মাল: এ পেশী সমুহ মাস্কুলো স্কেলেটাল সিস্টেম বা অস্থিপেশীতন্ত্রের অংশ।
২. স্মুথ ( smooth) বা মসৃন বা ইনভলান্টারী (অনৈচ্ছিক) বা ভিসেরাল (অঙ্গীয়) বা ননস্ট্রিয়েটেড ( রেখাবিহীন) মাসল; এ পেশী দেহের আভ্যন্তরিন অঙ্গ সমুহে বিদ্যমান।
৩. কার্ডিয়াক (cardiac ) বা হার্ট মাসূল (হৃদ পেশী): এ পেশী শুধূমাত্র হৃদপিন্ডে অবস্থিত।
স্কেলেটল মাসল বা কংকালতান্ত্রিক পেশীর সাথে সম্পর্কিত শব্দ
১. অরিজিন বা উৎপত্তি: পেশীর সংযুক্তির তুলনামুলক স্থির প্রান্ত। সাধারন ভাবে যেখান থেকে পেশী উৎপত্তি হয়। এই প্রান্ত থেকে বল প্রয়োগ করা হয়।
২. ইনসাশন বা সন্নিবেশ: সংযুক্তির একটি স্থান যেখানে প্রয়োগকৃত বল ক্রিয়াশীল হয়।
৩. টেনডন: কানেকটিভ টিস্যু বা যোজক কলার অস্থিতিস্থাপক তন্তুর বন্ধন যা : পেশীকে অস্থির সাথে সংযুক্ত করে।
৪. লিগামেন্ট: ফাইব্রাস টিস্যুর (তন্তুময় কলার) সাদা, উজ্জল বর্ণ বিশিষ্ট, নমনীয় বন্ধন যা অস্থিকে সংযুক্ত করে বা একটি অঙ্গকে ধরে রাখে।
৫. এপোনিউরোসিস: সাদা, চ্যাপ্টা বা ফিতার মত টেনডনের ন্যায় বিবর্ধন যা পেশীর সংযুক্তির সাথে সম্পর্কিত।
৬. ফাসাঃ ফাইব্রাস টিস্যু (তন্তুময় কলা) দ্বারা তৈরি চাদরের ন্যায় পর্দা বা বন্ধন ~ যা দেহ কলাকে তুকের নিচে আবদ্ধ করে রাখে ও পেশীকে সংযুক্ত করে।