গাছপালা

মুলিবাঁশ

প্রচলিত নাম : মুলিবাঁশ

ইংরেজী নাম : Muli Bans

বৈজ্ঞানিক নাম : Melocanna baccifera Roxb.

পরিবার : Graminae

পরিচিতি : বাঁশ ঝাড় খুবই ঘন হয়। কাল্ম ১০-২০ মি. লম্বা ও ১.৫-৭.৫ সে. মি. ব্যাসের হয়। কাঁচা বাঁশ সবুজ দেখায়। পাকা বাঁশ খড়ের মত হলুদ তেলতেলা হয়। বাঁশের খোল ছোট অবস্থায় সবুজ ও পাকলে বাদামী বর্ণের হয়, লম্বা ৭-১৫ সে. মি., পাশে ১০-২০ সে. মি., উপরের দিক বক্রাকৃতির থাকে। পাতা লম্বাটে বল্লমাকৃতির, ১৪-২৮ X ৩-৫ সে.মি., পত্রফলকে বোঁটার দিক অবলিক (oblique), একুমিনেট, উজ্জ্বল, সাদাভ সবুজ। লিফসিথ পুরু, লিঙ্গোলেট ও অরিকলবিহীন।

প্রপ্তিস্থান : বাংলাদেশের সর্বত্র লাগানো হয়। চট্টগ্রাম, পার্বত্র চট্টগ্রাম ও সিলেটের বনাঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মে।

বংশ বিস্তার : মোথার সাহায্যে।

সাধারণ ব্যবহার : মুলিবাঁশ বহুল ব্যবহৃত বাঁশ। ঘরের বেড়ার তরজা, ঝুড়ি, বেড়া, কুঁড়েঘরের চালের কাঠামো, কাগজের মন্ড (কর্ণফুলী কাগজ কলে), কুটির শিল্প, খুঁটি ও হাল্কা কাজে ব্যপকভাবে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *