গাছপালা

মেনজিয়াম গাছ

প্রচলিত নাম : মেনজেয়াম

ইংরেজী নাম : Mangium

বৈজ্ঞানিক নাম  : Acacia mangium

পরিবার : Leguminosa

পরিচিতি : বড় আকারের চিরসুবজ গাছ ১০-১২ মিটার পর্যন্ত উচ্চাতয় হয়। দ্রুত বর্ধনশীল গাছ। কান্ড মসৃন ও ধূসর বর্নের। পাতা খুব ঘন, উজ্জ্বল, মসৃন, ২৫ X ৫-১০ সে. মি., লম্বাটে বল্লমাকৃতির, পাতার গোড়া থেকে শীর্ষদেশ পর্যন্ত ৪টি পত্র শিরা। ফুল ছোট, বৃন্তহীন, হলুদ, স্পাইক ১০ সে. মি. পর্যন্ত লম্বা হয়। ফল লিগিউম, লম্বাটে, পাকলে আঁকাবাঁকা ও পোচানো, হলুদ বর্নের হয়।

ফুল ফোটার সময় : মে।

বীজ সংগ্রহ : ফেব্রুয়ারী-এপ্রিল

বীজের ওজন : কেজিতে ৮০০০০-১,১০,০০০টি।

প্রাপ্তিস্থান : আদিবাস অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনিতে। এদেশের বনবাগানে ও সর্বত্র শোভা বর্ধনকারী গাছ হিসাবে লাগানো হয় ।

সাধারণ ব্যবহার : মেনজিয়াম কাঠ বাদামী বর্নের, হালকা, শক্ত ও টেকসই। একাঠ থেকে উন্নতমানের পার্টিকেল বোর্ড, কাগজের মণ্ড ও আসবাবপত্র তৈরী হয়। এছাড়া খুটি, নির্মাণ সামগ্রী ও জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *