গাছপালা

মিতিঙ্গা বাঁশ

প্রচলিত নাম : মিতিঙ্গা

ইংরেজী নাম : Mitinga

বৈজ্ঞানিক নাম : Bambusa tulda Roxb

পরিবার : Graminae

পরিচিতি : শাখা বিহীন লম্বা সরু পত্রঝরা বৃক্ষ, ৬-২৫ মিটার লম্বা হয়ে থাকে এবং ৫-১০ সে.মি. ব্যাসের হয়। পাতা বর্শাকৃতির, ৬-৩০ X ৫-৬ সে.মি.। বাঁশের খোল , ৬-৩২ x-২৫-৩৪ সে.মি., গিরা ফুলা নয়, দুই গিরার দূরত্ব ৩০-৬০ সে. মি.। পাকা বাঁশের বাকল ধূসর সবুজ হয়। ফুল অনিয়মিত বিধায় অঙ্গজ বংশ বিস্তার হয়।

বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র।

ফুল ফোটার সময় : আগস্ট থেকে নভেম্বর।

বংশ বিস্তার : মোথার সাহায্যে।

সাধারণ ব্যবহার : এটা খুবই ব্যবহার উপযোগী বাঁশ। ঘরের খুঁটি, বেড়া, চাল, মাদুর, ধারি, পাখা, ঝুড়ি, কুলা, তরজা ও কাগজের মন্ড তৈরীতে এ বাঁশ ব্যবহৃত হয়। পাতা গরুতে খায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *