গাছপালা

মুক্তাঝুরি গাছ

প্রচলিত নাম : মুক্তাঝুরি

ইংরেজী নাম : Muktajhuri

বৈজ্ঞানিক নাম : Aclypha indica Linn.

পরিবার : Euphorbiaceae

পরিচিতি : মুক্তাঝুরি বর্ষজীবী গুল্ম। অবহেলিত এ গুটি তিরিশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার লম্বা। পাতার অগ্রভাগ করাতের মতো কাকরা কাটা। পাতা লোমযুক্ত ও ডিম্বাকৃতি। পাতার কোল থেকে বের হয় খাড়া পুষ্পমঞ্জুরী! ফুলের বোঁটা ফুল অপেক্ষা ছোট সবুজ বর্ণ। বৎসরের সকল সময় ফুল ও ফল হয় ।

বিস্তৃতি : বাংলাদেশ-এর বিভিন্ন স্থানে (রাস্তার ধারে, বাগানে ও পতিত জমিতে) অগাছা হিসাবে দেখতে পাওয়া যায় ।

ব্যবহার্য অংশ : সমগ্র গাছ।

ঔষধী ব্যবহার :

১) এই গুল্মটি ব্রাঙ্কাইটিস, হাঁপানি, নিউমোনিয়া এবং বাতের চিকিৎসায় বিশেষভাবে উপকারী।

২) এর পাতার রস তেলের সঙ্গে মিশিয়ে মালিশ করলে বাতের ব্যথার উপশম হয়।

৩) মুক্তাঝুরির পাতার রস পান করলে বমনের উদ্রেক হয়।

৪) ক্ষত বা ঘায়ের উপর এই উদ্ভিদের পাতার পুলটিশ খুব উপকারী।

৫) পুরো গাছের রস কান ও বাতের ব্যথা কমায়।

৬) পাতার রস তিল তেলে দিয়ে ব্যবহারে অর্শ রোগের আরাম হয়।

৭) মুক্তোঝুরির পাতা ও কচি কাণ্ডের রস নিম তেলের সঙ্গে শিশুদের জিভে লাগালে কোষ্ট পরিস্কার হয়। ৮) শুকনো পাতার গুঁড়ো কৃমিনাশক।

৯) আগুনে শরীরের কোন অংশ পুড়ে গেলে মুক্তাঝুরির পাতার ক্বাথ লাগালে জ্বালা যন্ত্রণা কমে।

১০) উন্মাদ রোগেও মুক্তাঝুরির ব্যবহারের কথা জানা যায়। এর পাতার ক্বাথ বিছার দংশনের ব্যথা-বেদনা নিরাময় করে।

১১) এই ক্বাথ ঘুংড়ি, কাশি, যক্ষ্মা ও শিশুর শ্বাসনালীর ওদাহে হিতকর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *