মালাকানা গাছ
প্রচলিত নাম : মালাকানা
ইংরেজী নাম : Malacana
বৈজ্ঞানিক নাম : Paraserianthes falcataria Linn. Roxb.
পরিবার : Leguminosae
পরিচিতি : বড় আকারের পত্রহরিৎ বৃক্ষ, ২৫ মিটার পর্যন্ত লম্বা হয়। বাকল ধূসর বা সাদা বর্ণের হয়। গাছের মুকুট বিস্তৃত তাই চা বাগানে ছায়াতরু গাছ হিসেবে লাগানো হয়। যৌগিক পত্র, একান্তর, দ্বিপক্ষল, পত্রঅক্ষ ২০-২৫ সে. মি. পর্যন্ত লম্বা হয়। পত্রক (Leaflet) ৪১০ জোড়া প্রতিমুখি, বল্লমাকৃতির, ০.৮-১.০ x ০.৫ সে. মি.। ফুল বৃন্তহীন সবুজাভ হলুদ, স্পাইক অথবা রেসিম। ফল পড ৮-১০ সে. মি. লম্বা ও চ্যাপ্টা হয় ।
বিস্তৃতি : সিলেটের চা বাগান ও বনাঞ্চলে এ গাছ বেশী লাগানো হয়।
ফুল ফোটার সময় : এপ্রিল।
বীজ সংগ্রহ : ডিসেম্বর-জানুয়ারী।
বীজের ওজন : কেজিতে ৪২,০০০টি।
সাধারণ ব্যবহার : কাঠ সাদা বা হালকা হলুদাভ, নরম, হালকা ও মোটামুটি শক্ত। ছায়াবৃক্ষ হিসেবে চা বাগানে লাগানো হয়। কাঠ চায়ের বাক্স, প্লাইউড, সস্তা আসবাবপত্র, নির্মাণ সামগ্রী, খুঁটি, কৃষি উপকরণ ও কাগজের মণ্ড হিসেবে ব্যবহৃত হয়।