মুখে বা জিহবায় ঘা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
মুখে ও জিহবায় ঘা
মুখে ও জিহবায় ঘা বিভিন্ন কারণে হতে পারে। যেমন- অপুষ্টি, ভিটামিনের অভাব, রক্তরোগ, এনিমিয়া (রক্তস্বল্পতা), ছত্রাক আক্রমন, ক্যান্সার, পুড়ে যাওয়া ইত্যাদি। মুখে ও জিহবার ঘা এর প্রধান লক্ষণ সাধারণ খাবার খেলেই জ্বালাপোড়া, ব্যথা, আক্রান্ত স্থানে ক্ষত বা সাদা সাদা দাগ ইত্যাদি।
প্রাথমিক চিকিৎসা
সাধারণ ব্যবস্থাপনা
১. নরম ও অর্ধকঠিন খাবার খাওয়া;
২. ঝাল খাবার এড়িয়ে চলা;
৩. লেবু শরবত পান করা ও ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া।
ঔষধ
১) ভিটামিন সাপ্লিমেন্ট:
জেনেরিক: ভিটামিন বি কমপ্লেক্স (vitamin B complex)
ব্রান্ড- এরিস্টোভিট বি (Aristovit B) , প্রস্ততকারক: বেক্সিমকো
ডোজ:
প্রাপ্ত বয়স্ক (১২+): একটি ক্যাপসুল দিনে তিন বার ৭ দিন। । শিশু: ১ বছর -১১ বছর: সিরাপ ১-২ চামচ দিনে তিন বার ৭ দিন।
২) যদি মুখে সাদা ঘা থাকে তবে এন্টিফাঙ্গাল জেনেরিক : নিস্টাটিন (nystatin) ; ব্রান্ড-নাইস্ট্যাট (Nystat) , প্রস্তুতকারক-একমি
ডোজ
প্রাপ্ত বয়স্ক ও ৮ বছরের উর্ধে শিশু: ৪-৬ মিলি দিনে ৩-৪ বার।
শিশু-নবজাতক থেকে ৭ বছর: ২ -৪ মিলি দিনে ৩-৪ বার।
দীর্ঘদিন মুখে ঘা বা বার বার মুখে ঘা হওয়া মারাত্বক কোন সমস্যার বহিঃপ্রকাশ হতে পারে। তাই এ ধরণের সমস্যা দেখা দিলে দ্রুত একজন এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিতে বলতে হবে।
আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
[videogallery id=”mouthtongue-alo”]
[videogallery id=”mouthtongue-harbal”]