পাকস্থলী ও ইনটেসটিন রোগ

ডায়জেস্টিভ সিস্টেমের রোগ ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

ডায়জেস্টিভ সিস্টেমের রোগ লক্ষণ ও ব্যবস্থাপনা

ডায়জেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্রের রোগ বলতে পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের রোগকে বোঝায়। পরিপাকতন্ত্রের রোগের চিকিৎসার জন্য পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ অপ্রাপ্তিতে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহন অধিক ফলপ্রসূ।

পরিপাক তন্ত্রের রোগের সাধারণ কারণ

১। বিভিন্ন ধরনের জীবাণু;

২। অনিয়মিত খাদ্যাভ্যাস;

৩। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস (যেমন- শাকসজি কম খাওয়া, মাংস বেশি খাওয়া,ইত্যাদি);

৪। ধুমপান ও তামাক সেবন/ব্যবহার;

৫। বংশগতি;

৬। মানসিক প্রভাব ইত্যাদি;

৭। প্রতিরোধের সাধারণ উপায়;

৮। সুষম খাদ্য খেতে হবে। প্রতিদিনের খাদ্যে আঁশের পরিমান বৃদ্ধি করতে হবে। চর্বিজাতীয় ও তৈলাক্ত খাবার পরিহার করতে হবে। শাকসবজি ও ফলমুল খেতে হবে;

৯। তিন বেলা সঠিক সময়ে খাবার খেতে হবে;

১০। পরিচ্ছন্ন খাদ্য ব্যবস্থাপনা মেনে চলতে হবে;

১১। ফলমূল, সবজি কাঁচা খেতে হলে ভাল করে ধুয়ে খেতে হবে;

১২। রান্না ও পরিবেশনের বাসন কোসন ভালভাবে সাবানদিয়ে ধুয়ে পরিস্কার করে ব্যবহার করতে হবে;

১৩। খাবার ঢেকে রাখতে হবে;

১৪। যে খাবারে তেলাপোকা, মাছি ইত্যাদি আক্রমণ করেছে সে খাবার খাওয়া যাবে না। মাছি ও তেলাপোকা নিয়ন্ত্রণ করতে হবে;

১৫। খাদ্য দ্রব্য পরিস্কার পরিচ্ছন্নতার সাথে রান্না, সংরক্ষণ ও পরিবেশন করতে হবে। স্যানিটেশন মেনে চলা;

১৬। পান, বাসন কোসন পরিস্কার, তরিতরকারী ধোয়া, খাবার রান্না ইত্যাদি খাদ্য সংশ্লিষ্ট কাজে বিশুদ্ধ জীবানুমুক্ত নিরাপদ পানি ব্যবহার করা;

১৭। টিউবওয়েল থেকে পায়খানার ট্যাংক-এর দুরত্ব কমপক্ষে ৪০ ফুট রাখা;

১৮। ওয়াসা বা সাপ্লাই পানি ফিল্টার ব্যবহার করে কিংবা আধা ঘন্টা ফুটিয়ে জীবাণুমুক্ত করে পান ও ব্যবহার করা;

১৯। বাড়ির পানির ট্যাংক নিয়মিত পরিস্কার করা;

২০। কোন কিছু খাওয়ার পূর্বে ভালকরে সাবান দিয়ে হাত ধোয়া;

২১। প্রতিবার টয়লেট থেকে আসার পর কিংবা নোংরা কোন কিছু ধরার পর ভালকরে সাবান দিয়ে হাত ধোয়া;

২২। যে সকল রোগের টিকা রয়েছে তা দেয়া। যেমন- টায়ফয়েড, নোটা ডায়রিয়া ইত্যাদি;

২৩। রোগ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেয়া।

 

পরিপাক তন্ত্রের রোগের লক্ষণ সমূহ

১। মুখে ও জিহবায় ঘা;

২। অরুচি;

৩। বমি ও বিষমিষা;

৪। পেটে গ্যাস জমা বা অস্বস্তি বোধ হওয়া;

৫। গলায় জ্বালাপোড়া;

৬। বুকে অস্বস্তিবোধ বা ব্যথা;

৭। পেট ব্যথা;

৮। বদহজম;

৯। ডায়রিয়া;

১০। আমাশয়;

১১। কোষ্ঠ কাঠিন্য;

১২। মলদ্বার দিয়ে রক্তক্ষরণ;

১৩। জন্ডিস;

১৪। পিঠের ডান দিনে বেদনা;

১৫। পায়ে পেটে পানি আসা;

 

আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *