চর্ম ও যৌন রোগ, নিরাপদ চিকিৎসা

যৌন রোগে ব্যবহৃত ঔষধ

যৌন রোগে ব্যবহৃত ঔষধ

যেহেতু যৌন রোগ একটি জীবাণুঘটিত রোগ। তাই এ রোগের চিকিৎসায় প্রধাণত জীবাণুরোধী ঔষধ ব্যবহার করা হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে রোগজনিত জটিলতা চিকিৎসায় অন্যান্য ঔষধ ব্যবহার করা হয়ে থাকে।

 

ক) জীবাণুরোধী ঔষধ ।

এন্টিবায়োটিক: যেমন- পেনিসিলিন, সেফালোস্পোরিন ইত্যাদি। । এন্টিভাইরাল: যেমন-এসিক্লোভির, জ্বডোভুডিন ইত্যাদি।

এন্টি ফাঙ্গাল: যেমন-ফুকোনাজল, মিকোনাজল ইত্যাদি। এন্টিপ্রোপ্রোটোজোয়াল: যেমন-মেট্রোনিডাজল।

খ) অন্যান্য ঔষধ: যেমন

। এন্টিহিস্টামিন: যেমন-ফেক্সোফেনাডিনস ন

| এন্টিস্পাজমোডিক: যেমন-টাইমোনিয়াম # এনালজেসিক: যেমন-এনসেইড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *