চর্ম ও যৌন রোগ, নিরাপদ চিকিৎসা

গনোরিয়া 

গনোরিয়া 

গনোরিয়া (gonorrhoea) একটি সেক্সয়াল ট্রান্সমিটেড ডিজিজ ( যৌণবাহিত রোগ) যা নেইসেরিয়া গনোরি নামক ব্যকটেরিয়া দ্বারা সৃষ্ট। এটি হলো সচরাচর ঘটিত যৌণরোগ।

 

লক্ষণ

ক) ইতিহাস : অনিরাপদ যৌণক্রিয়ার ইতিহাস।

খ) মহিলাদের ক্ষেত্রে:

ভ্যাজাইনা থেকে সবুজ-হলুদাভ কিংবা সাদা স্রাব নির্গত হওয়া

তলপেটে ব্যথা

প্রস্রাবের সময় জ্বালাপোড়া

দুটি মাসিকে মধ্যবর্তী সময়ে রক্তক্ষরণ

যৌনসঙ্গমের পর রক্তপাত

বেদনাকর যৌনসঙ্গম

ভালভার (মহিলাদের বাহ্যিক জননাঙ্গ) স্ফিতি ইত্যাদি।।

গ) পুরুষদের ক্ষেত্রে:

মূত্রনালী দিয়ে সবুজ-হলুদাভ কিংবা সাদা পদার্থ বের হওয়া যা মূলত সকাল বেলা প্রথম বার প্রস্রাবের সময় বেশি দেখা যায়

মূত্রত্যাগের সময় বেদনা |

অন্ডকোষে বেদনার

অন্ডকোষের ক্ষিতি।

তলপেটে বেদনা।

মূত্রত্যাগের গতিতে পরিবর্তন (পোস্ট গনকক্কাল ইউরেথ্রাল স্ট্রিকচার)

 

চিকিৎসা

এ রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত একজন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ কিংবা স্ত্রীরোগ বিশেষজ্ঞ (মহিলাদের ক্ষেত্রে) ডাক্তারের নিকট প্রেরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *