স্ত্রী প্রজননতন্ত্রের রোগে ব্যবহৃত ঔষধ
স্ত্রী প্রজননতন্ত্রের সমস্যায় ব্যবহৃত ঔষধ সমূহকে নিম্নরূপে শ্রেণিবদ্ধ করা যেতে পারে
ক) এন্টিমাইক্রোবিয়াল এজেন্ট
০ এন্টিবায়োটিক
০ এন্টি প্রোপ্রোটোজোয়াল
০ এন্টি ফাঙ্গাল
০ এন্টি ভাইরাল।
খ) বেদনা ব্যবস্থাপনায় ব্যবহৃত ঔষধ।
০ এন্টিস্পাজমোডিক; যেমন- টাইমোনিয়াম
০ এনালজেসিক; এনসেইড।
গ) এন্টিহিস্টামিন; যেমন- ফেক্সোফেনাডিন
ঘ) হেমোস্টাটিক; যেমন- ট্রানেক্সামিক এসিড
ঙ) হরমোনাল প্রস্তুতি: এগুলো কৃত্রিম ভাবে সংশ্লেষিত হরমোন। ফিমেল সেক্স হরমোন সমূহ বিভিন্ন ধরনের স্ত্রীরোগ চিকিৎসায় ব্যবহৃত হয়। সচরাচর ভাবে ব্যবহৃত ফিমেল সেক্স হরমোন সমূহ।
এস্ট্রোজেন; যেমন এস্ট্রিওল, কনজ্বগেটেড এস্ট্রোজেন
প্রোপ্রোজেস্টেরন; যেমন-প্রোপ্রোজেস্টেরন, এলাইলিস্ট্রেনল, ডাইগোগ্যাস্টেরন, লাইনেস্ট্রেনল, মেড্রক্সিপ্রোপ্রোজেস্টেরন, নরইথিস্টেরন।
এস্টি-এস্ট্রোজেন; যেমন- ক্লোমিফেন, ট্যামোক্সিফেন।
ডোপামিন রিসেপ্টর এন্টাগোনিস্ট ; যেমন-ব্ৰমোক্রিপটিন, ক্যাবারগগালিন, কুইনাজোলিন
গোনাডোট্রোপিন ইনহিবিটিং ড্রাগ ; যেমন- সেট্রোরেলিক্স, ডানাজোল, গেস্ট্রিনোন ইত্যাদি।
চ) কন্ট্রাসেপটিভ; যেমন- কন্ট্রাসেপটিভ পিল।