মাসটয়ড়ায়টিস ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
মাসটয়ড়ায়টিস
মাসটয়ডায়টিস হলো মাসটয়েড অস্থির ইনফ্লামেশন যা সাধারণত মিডল ইয়ার ইনফেকশন (মধ্যকর্নের সংক্রমন) এর ফলে হয়ে থাকে।
মাসটয়টায়টিস হলে কানে দপদপানি বেদনা, জ্বর, মাথাব্যথা, মাসটয়েড প্রসেস স্কিত হওয়া, কান হতে নিঃসরণ হতে পাওে, শ্রবনশক্তি হ্রাস ইত্যাদি হতে পারে।
মাসটয়ডায়টিস এর লক্ষণ দেখা দিলে রোগীকে জ্বর ও কান বেদনার প্রাথমিক চিকিৎসা প্রদান করে দ্রুত নাক-কান-গলা চিকিৎসক কিংবা নিকটস্থ হাসপাতালে প্রেরণ করতে হবে।
এর জন্য অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
[videogallery id=”mastoiditis-alo”]
[videogallery id=”mastoiditis-homeo”]
[videogallery id=”mastoiditis-harbal”]