নাক কান গলা রোগ, নিরাপদ চিকিৎসা

অটাইটিস মিডিয়া ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

অটাইটিস মিডিয়া

অটাইটিস মিডিয়া হলো মধ্যকর্ণের ইনফ্লামেশন। বিভিন্ন ব্যকটেরিয়ার আক্রমনে এ রোগ হয়ে থাকে।

অটাইটিস মিডিয়ার লক্ষণ তার ধরনের উপর নির্ভর করে। যেমন-

১) একিউট বা এ.এস.ও.এম বা একিউট সাপুরেটিভ অটাইটিস মিডিয়া:

এর লক্ষণ হলো কানে বেদনা, কান হতে নিঃসরণ, শ্রবনশক্তি হ্রাস, গাত্র বেদনা, জ্বর, বমিবমি ভাব ইত্যাদি।

২) ক্রনিক বা সি.এস.ও.এম বা ক্রনিক সাপুরেটিভ অটাইটিস মিডিয়া: একিউট অটাইটিস মিডিয়ার চিকিৎসা সঠিকভাবে না হলে তা ক্রনিকে রূপান্তরিত হতে পারে। ক্রনিক অটাইটিস মিডিয়া দুই ধরনের-

ক) টিউবো-টিস্প্যানিক: এ ক্ষেত্রে কান দিয়ে প্রচুর নিঃসরণ । সাধারণত বেদনা থাকে না, মৃদু মাত্রার বধিরতা, কানের পর্দায় ছিদ্র হওয়া ইত্যাদি লক্ষণ থাকে।

খ) এটিকো এন্ট্রাল: এ ক্ষেত্রে স্বল্প, ঘণ, রক্তযুক্ত, দুর্গন্ধযুক্ত নিঃসরন, উল্লেখযোগ্য মাত্রায় বধিরতা ইত্যাদি লক্ষণ দেখা যেতে পারে।

একিউট অটাইটিস মিডিয়া দেখা গেলে লক্ষণভিত্তিক প্রাথমিক চিকিৎসা প্রদান করে রোগীকে চিকিৎসকের নিকট প্রেরণ করতে হবে। আর ক্রনিক অটাইটিস মিডিয়ার লক্ষণ দেখা গেলে তাকে দ্রুত নাক-কান-গলা চিকিৎসকের নিকট প্রেরণ করতে হবে।

 

এর জন্য অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

[videogallery id=”attitude-media-alo”]

[videogallery id=”attitude-media-homeo”]

[videogallery id=”attitude-media-harbal”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *