কানে কোন কিছু প্রবেশ করা
কানে বাহ্যিক বস্তুর প্রবেশ একটি সাধারণ ঘটনা। বাহ্যিক বস্তু জীবিত হতে পারে (যেমন- পোকা-মাকড়) আবার জড়বস্তুও (শস্য দানা, পাথর, মাটি ইত্যাদি) হতে পারে। সাধারণত শিশুরা খেলার ছলে কানের ভেতর জড়বস্তু প্রবেশ করিয়ে থাকে। কখনোই কান থেকে বস্তু বের করার চেষ্টা করা যাবেনা। এতে বস্তু আরো ভেতরে চলে যেতে পারে কিংবা কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে।
রোগীকে দ্রুত একজন নাক-কান-গলা চিকিৎসকের নিকট কিংবা নিকটস্থ হাসপাতালে প্রেরণ করতে হবে।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
[videogallery id=”things-in-ea-alo”]
[videogallery id=”things-in-ea-homeo”]
[videogallery id=”things-in-ea-harbal”]