পেটারি গাছ (ঝমা, বালিকা, বৃষ্যগন্ধিকা, শীতপুষ্প)
প্রচলিত নাম : ঝমা, বালিকা, বৃষ্যগন্ধিকা, শীতপুষ্প।
ইংরেজী নাম : Indian Mallow, Country Mallow.
বৈজ্ঞানিক নাম : Abutilon indicum (Linn.) Sweet.
পরিবার : Malvaceae
পরিচিতি : এটি ঔষধি বা গুল্ম জাতীয় বর্ষজীবী বা বহুবর্ষজীবী ঝোপঝাড়সম্পন্ন গাছ। কোন কোন গাছের উপরের অংশ মরে। গিয়েও গোঁড়া জীবিত থাকে এবং তা থেকে নতুন পাতা গজায়। গাছ উচ্চতায় ৩ মি. পর্যন্ত হয় লাকতি, পার্পল। রঙের ছোপ বিশিষ্ট। পাতা ডিম্বাকৃতি বা হৃদপিণ্ডাকৃতি, অগ্রভাগ সরু, কিনারা অসমভাবে খাজ কাটা। পাতাসমৃদ্ধ গাছ দেখতে সুন্দর। কাণ্ড সূক্ষ্ম শ্বেত মখমলি রোমাবরণ থাকে। ফুল হলুদ বা কমলা হলুদ গুচ্ছে থাকে এবং সন্ধ্যায় ফোটে। ফল রোমাবৃত, চক্রাকৃতি বা গোল। প্রতিটি ফলে ৩-৫টি বীজ হয়।
বিস্তৃতি : ভারতের হিমালয় পর্বতমালা। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে জন্মে। ফুল ফোটার সময় অক্টোবর-নভেম্বর।
বীজ সংগ্রহের সময় : ফেব্রুয়ারী। তবে সারাবছর কম বেশী ফুল ও ফল হয়।
ব্যবহার্য অংশ : সমগ্র গাছ।
ঔষধি ব্যবহার
১) শুক্রজনন, বলবর্ধক ও বাত পিত্তনাশক হিসেবে ব্যবহৃত হয়।
২) গাছের রস ক্লান্তিবর্ধক, মল সংগ্রহক, বায়ুপিত্ত ও ক্ষতনাশক।
৩) কাথ ঘিসহ খেলে উদরাময় নিরাময় হয়।