প্রচলিত নাম : পেড়ুক
ইংরেজী নাম : Paduk
বৈজ্ঞানিক নাম : Pterocarpus indicus Willd.
পরিবার : Leguminosae S.E. Papilionaceae
পরিচিতি : বৃহদাকার উর্ধমুখী শাখা বিশিষ্ট চিরসবুজ গাছ। উচ্চতায় ২০-৩০ মিটার পর্যন্ত হয়। যৌগিক পত্র, লম্বায় ১৫-২৩ সে. মি. হয়। ৭-১১টি ৫-১০ সে. মি. লম্বা লিফলেট থাকে। ফুল হলুদ বর্ণের ও বৃতি বাদামী। ফল পড গ্লোবুজ ৫ সে. মি. লম্বা হয়। বীজ পাখাযুক্ত সিল্কি।
বিস্তৃতি : ঢাকা শহরে বেশ কটি লাগানো গাছ আছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের কৃত্রিম বন-বাগানে বেশ কিছু পেড়ুক গাছ। আছে। এ গাছের আদিবাস আন্দামান দ্বীপপুঞ্জে।
বীজ সংগ্রহ : মে-জুন।
সাধারণ ব্যবহার : সারকাঠ ইটের মত লাল বর্ণের, শক্ত ও ভারী। ওজন ৯৬১ কেজি/ ঘন মিটার। কাঠ প্রথম শ্রেণীর, ভাল পালিশ নেয়। ও টেকসই। ঘূনে ও উইপোকায় কাঠ নষ্ট হয় না। এ কাঠ অলঙ্করণ ও সাজসজ্জার কাজে ব্যবহৃত হয়। বাড়ীর ভিতরের ফিটিংস, রেলওয়ে কোচ, জাহাজের সেলুন, দামী আসবাবপত্র, কেবিনেট কাজ, বিলিয়ার্ড টেবিল, চাকা ও গাড়ী তৈরীতে ব্যবহৃত হয়।