মেহগনি গাছ
প্রচলিত নাম : মেহগনি
ইংরেজী নাম : Mahogany, Spanish mahohany
বৈজ্ঞানিক নাম : Swietenia mahagoni (L.) Jacq.
পরিবার : Meliaceae
পরিচিতি : বর্তমানে বাংলাদেশে বহুল প্রচারিত মেহগনি। গাছের দুইটি পৃথক প্রজাতিই মেহগনি নামে পরিচিত। মেহগনি প্রজাতির গাছের পাতা ছোট ও মেক্রোফাইলা প্রজাতির পাতা বড়। গাছটির আদিবাস ভারতীয় দ্বীপপুঞ্জ। শতবর্ষ পূর্বে এই গাছ এদেশের প্রজাতি হিসাবেবেই বিবেচিত। মেহগনি সাধারণতঃ ৫০ মিটার উচ্চতায় হয়ে থাকে। কাঠ লালচে থেকে বাদামি। মেহগনি শুকনা মাটিতে ভাল জন্মে। গাছের ফুল হরিদ্রাভ ও পাতা যৌগিক। চার জোড়া পত্ৰক বিশিষ্ট।
বিস্তৃতি : দেশের সর্বত্র সড়কের ধারে এ গাছ দেখা যায়। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের বনাঞ্চলে এর আবাদ করা হযেছে। ফরিদপুর ও মেহেরপুর জেলায় বহুপূর্ব হতে গ্রামীণ বন সৃজনে এ গাছ লাগানো হয়েছে।
বীজ সংগ্রহ : জানুয়ারী-ফেব্রুয়ারী।
বীজের ওজন : কেজিতে ১৬০০-২০০০টি।
সাধারণ ব্যবহার : কাঠ লালাভ, খুব শক্ত, ভাল পালিশ নেয়। ওজন ৬৫০ কেজি/ঘনমিটার। দামী আসবাবপত্র তৈরীতে , বাদ্যযন্ত্র তৈরীতে, নৌকা, ট্রলার, লঞ্চ, জাহাজ নির্মাণে ব্যবহৃত হয়। এছাড়া পাটাতন, বিমান, দরজা-জানালা, গৃহ নির্মাণেও ব্যপকভাবে ব্যবহৃত হয়।