পদ্ম গাছ
প্রচলিত নাম : পদ্ম
ইংরেজী নাম : Lotus
বৈজ্ঞানিক নাম : Nelumbo nucifera Gaertner
পরিবার : Nelumbonaceae
পরিচিতি : পদ্ম গাছ পাকে (কাদায়) জন্মায় বলে এর অপর এক নাম “পঙ্কজ”। এর কাণ্ডটি মাটির নিচে থাকে। এর প্রধান মূল থাকে না। কাণ্ডের গোড়া থেকে কিছু অন্থনিক মূল বের হয় এবং এ থেকে দীর্ঘ বৃন্তযুক্ত পাতা ও ফুল বেরিয়ে জলের উপর মাথা তুলে দাঁড়ায়। পদ্মের বোঁটা দীর্ঘ, নমনীয় ও বায়ুপূর্ণ, বোঁটার গাছে কাঁটা থাকে। উপরের ত্বকে পত্ররন্ধ্র থাকে। পাতার উপরে নোম জাতীয় পদার্থের আস্তরণ থাকে। ফুল বেশ বড় হয়, রঙ উজ্জ্বল গোলাপী, লাল বা সাদা, মিষ্টি গন্ধযুক্ত।
বিস্তৃতি : বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে পদ্মফুল ফুটে থাকে।
ফুল ফোটার সময় : মে-আগস্ট।
ব্যবহার্য অংশ : সমগ্র উদ্ভিদ
ঔষধি ব্যবহার :
১) পদ্মমধু চোখের অসুখের পক্ষে খুব উপকারী।
২) Angina pectoris রোগে পদ্ম ফুলের পাপড়ির রস খেলে রোগের উপশম হয়।
৩) পদ্মপাতার উপর শুয়ে থাকলে গায়ের জ্বালা-যন্ত্রণা কমে।
৪) প্রসবের পর কোন কারণে নাড়ী সরে গেলে পদ্মের কঁচি পাতা চিনি দিয়ে খাওয়ানোটা আয়ুর্বেদ চিকিৎসার অঙ্গবিশেষ।
৫) অকালে যেসব মহিলার গর্ভপাত হয়, তাঁদের ক্ষেত্রে তিন-চারটি পদ্মবীজের শাস বেটে সরবত করে দু’একদিন অন্তর খেলে এ দোষটি সেরে যায়।
৬) পদ্মের কন্দমূল তিল তেলে ভেজে খেলে মূত্ররোগ সারে।
৭) চোখের ছানি পড়া শুরু হওয়া মাত্রই চোখে পদ্মমধু ফোঁটা ফোঁটা দিলে রোগের উপশম হয়।