গাছপালা

লোহাভাদী গাছ

প্রচলিত নাম : লোহাভাদী

ইংরেজী নাম : Lohabhadi

বৈজ্ঞানিক নাম : Bursera serata Colebr.

পরিবার : Burseraceae

পরিচিতি : বৃহদাকার চিরসবুজ গাছ। ৩০ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। বাকল ধূসর, ভারী ও মসৃণ। পাতা যৌগিক। একান্তর, পত্রক ৫১২টি বিপরীত, লম্বাটে, বল্লমাকৃতির গোড়া গোলাকার, ফুল ছোট সবুজাভ-সাদা, বৃন্তহীন। ফল ছোট, ড্রোপ ও ২-৩ ভাজ যুক্ত।

বিস্তৃতি : পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের বনাঞ্চল।

সাধারণ ব্যবহার : কাঠ মোটামুটি শক্ত, দৃঢ় ও টেকসই। ভাল পালিশ নেয় না। তাই সস্তা আসবাবপত্র, তক্তা, কৃষি উপকরণ ও জ্বালানী কাজে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *