নিরাপদ চিকিৎসা, লিভার ও গলব্লাডার রোগ

লিভার সিরোসিস হলে করনীয় ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

লিভার সিরোসিস

লিভারের টিস্যু নষ্ট হয়ে যাওয়ার নামই লিভার সিরোসিস। লিভার সিরোসিসের প্রধান কারন মদ্যপান ও হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। লিভার সিরোসিসের লক্ষণ হলো-জন্ডিস, খাবারে অরুচি, পেট বেদনা, পিঠ বেদনা, রক্ত বমি, পেটে পানি আসা, মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হওয়া, স্বাস্থ্য কমে যাওয়া ইত্যাদি। উপরোক্ত লক্ষণ দেখা গেলে প্রযোজ্য ক্ষেত্রে লক্ষণ ভিত্তিক প্রাথমিক চিকিৎসা ( যেমন পেট বেদনার চিকিৎসা) প্রদান করে পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য রোগীকে হাসপাতালে প্রেরণ করতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *