ইরিটবেল বাওয়েল সিন্ড্রোম (আইবিএস) বা পুরাতন আমাশয়
এ রোগে আক্রান্ত রোগী প্রায়শই আমাশয়ে আক্রান্ত হয়। এগুলো জীবানু ঘটিত নয়। কিছু কিছু ক্ষেত্রে বংশগত। এর লক্ষণ হলো ঘনঘন আমাশয়/পাতলা পায়খানায় আক্রান্ত হওয়া, কখনো কোষ্ঠকাঠিন্য, আবার কখনো পাতলা পায়খানা, প্রস্রাবের সমস্যা ইত্যাদি। এই সমস্যায় এন্টিবায়োটিক (সচরাচরভাবে মেট্রোনিডাজল, টেট্রাসাইক্লিন দোকান থেকে কিনে খাওয়া হয়) কোন কাজে লাগেনা বরং তা অন্ত্রের ক্ষতি করে, ফলে পরবর্তীতে আরও মারাত্নক হয়ে পড়ে।
এ সমস্যা দেখা দিলে রোগীকে একজন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের নিকট প্রেরণ করতে হবে।