লিভার ও গলব্লাডার রোগ

হেপাটাইটিস এর চিকিৎসা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

হেপাটাইটিস

লিভারের ইনফ্লামেশনকে হেপাটাইটিস বলা হয়। সাধারণ ভাইরাস দ্বারা এ রোগ হয়ে থাকে। হেপাটাইটিস ভাইরাসগুলো হলো হেপাটাইটিস – এ, বি, সি, ডি, ই । এদের। মধ্যে হেপাটাইটিস এ এবং ই পানিবাহিত রোগ। হেপাটাইটি-বি, হেপাটাইটি-সি এবং হেপাটাইটি-ডি রক্ত, দেহরস ও যৌন সম্পর্কে বিস্তার লাভ করে।

হেপাটাইটিসের প্রধান লক্ষণ জন্ডিস, পেটের উপরের ডানদিকে বেদনা, ডান পাখনার নিচে বেদনা, খাবারে অরুচি ইত্যাদি।

খাদ্য পরিচ্ছন্নতা মেনে চললে ও নিরাপদ যৌনজীবন ও নিরাপদ রক্তপরিসঞ্চালনের মাধ্যমে হেপাটাইটিস প্রতিরোধ করা যায়। এছাড়া হেপাটাইটিস-এ এবং হেপাটাইটিস-বি টিকা দ্বারা প্রতিরোধ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *