লিভার এনাটমি-ফিজিওলজি ও ভিডিও টিউটোরিয়াল
Liver Anatomy-Physiology and Video Tutorial
লিভার প্রায় দেড় কেজি ওজনের সবচেয়ে বড় অঙ্গ। যাকে দ্বিতীয় হৃদপিণ্ড বলা হয়। অতীব সুরক্ষিতভাবে পেটের ভিতর এর অবস্থান। যাতে আঘাতের প্রথম ধাক্কা সামলে দিতে পারে । লিভার দুটি ভাগে বিভক্ত। যথা : ডান ও বাম লোব, ডান লোবটি বড় যা সমগ্র লিভারের ৪ ভাগের ৩ ভাগ। বাম লোবটি ছোট যা মাত্র ৪ ভাগের ১ ভাগ।
ফরাসি এনাটমি বিশেষজ্ঞ প্রফেসর কুইড সাহেব লিভারকে ৮টি সেগমেন্টে ভাগ করেছেন, যা একক ফাংশনাল ইউনিট হিসাবে চিহ্নিত, যাদের প্রত্যেকের শিরা, ধমনি ও পিত্তনালি রয়েছে আলাদাভাবে । ১-২-৩-৪-৫-৬-৭-৮। ফাংশনাল অংশ হিসাবে দুই ভাগে ভাগ করা হয় লিভারকে, যেখানে ডান অংশে ৪টা সেগমেন্ট, যথা : ৫-৬-৭-৮, বাম অংশে ৪টি সেগমেন্ট যথা : ১-২-৩-৪। এই সেগমেন্টগুলোকে আবার ৪টি সেকটর হিসেবে বিবেচনা করা যায়। তবে সার্জারি করার ক্ষেত্রে এই সেগমেন্টের গুরুত্ব বেশি। লিভার ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে এই। সেগমেন্ট গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্বে লিভার ট্রান্সপ্লান্ট হরহামেশা হচ্ছে। ফলে সার্জনগণ লিভার সেগমেন্টে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। একজন স্বাভাবিক ব্যক্তি তার লিভার-এর সর্বাধিক ৭৩ ভাগ দান করতে পারেন । জাপানিরা তাদের জীবন্ত আত্মীয়স্বজন যেমন বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে তাদের লিভার দান করেন । আর তাদের ক্ষেত্রে এই সেগমেন্ট খুবই গুরুত্বপূর্ণ।
লিভারের কাজ (ফিজিওলজি)
একজন রোগীকে যদি তার সকল অঙ্গ চালু রাখা যায় তবে তাকে লিভার ছাড়াই ২৪-৪৮ ঘণ্টা বাঁচিয়ে রাখা সম্ভব । লিভারে কাজগুলো হলো :
১. শরীরে তাপ তৈরি করে।
২. রক্তের পিএইচ ঠিক রাখে ।
৩. রক্তের জমাট বাঁধার ফ্যাকটরগুলো তৈরি করে
৪. গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজ ভাঙে, প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি করে।
৫. ইউরিয়া তৈরি করে।
৬. বিলিরুবিন তৈরি করে।
৭. ড্রাগ ও হরমোন মেটাবলিজম করে।
৮. দূষিত পদার্থ দূর করে।
লিভারের তৈরি পদার্থগুলোকে দুভাগে ভাগ করা যায় । যেমন—
১. সিনথেটিক ফাংশন, যথা : এলবুমিন ও প্রোথোমবিন তৈরি করে। রক্তে এর লেভেল পরিমাণ করা যায় ।
২. ক্যাটাবলিক ফাংশন : রক্তের বিলিরুবিন লেভেল মাপা হয়, এলক্যালাইন ফসফেটেজ লেভেল, এসজিপিটি ও এসজিওটি লেভেল পরিমাণ করা হয়। এই লেভেল মাপলে কী ধরনের রোগ হয়েছে তা নির্ণয় করা যায় ।
লিভারে কী কী রোগ হয়
১. ইনফেকশন, যা ভাইরাসজনিত রোগ।
২. এবসেস, যা পায়োজনিক ও এমিবিক।
৩. লিভার পাথর।
৪. লিভার টিউমার।
৫. ফ্যাটিলিভার।
৬. মেটাবোলিক রোগ।
৭. লিভার সিরোসিস।
[videogallery id="liver-anatomi"]