লটকন গাছ
প্রজাতির নাম : লটকন
ইংরেজী নাম : Latkan
বৈজ্ঞানিক নাম : Baccaura ramiflora Lour.
পরিবার : Euphorbiaceae
পরিচিতি : মাঝারি আকারের চিরসবুজ বৃক্ষ। কাণ্ড ও শাখাসহ সাদা ও ধূসর বর্ণের হয়। পাতা পর্যায়ক্রমিক, একান্তর, কর্ডেট লম্বায় ১৫২০ সে. মি. ও প্রস্তে ৭-১০ সে. মি. হয়। মার্চ মাসে ফুল ফোটে। ফুল সাদা, লম্বা কাণ্ড থেকে সরাসরি হয়। ফলসমূহ ঝুলন্ত থাকে বিধায় ফলকে লটকন বলে। ফল গোলাকার ক্যাপসূল পাকলে হলুদ বর্ণের হয়। ২.৫-৪.০ সে. মি. ব্যাসের হয়। ফলের খোসা ছড়ালে ৩-৪টি সাদা পালপসহ বীজ পাওয়া যায়। বীজসমূহ টক স্বাদের হয়।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র ফলের গাছ হিসেবে লাগানো হয়।
বংশ বিস্তার : ফল জুন-জুলাই মাসে পাকে। ফলের বীজ সরাসরি পলি ব্যাগে লাগালে অঙ্কুরিত বীজ থেকে চারা হয় । ১-২ বছর বয়সের চারা বাগানে লাগানো হয়। জুন-জুলাই মাসে কলম তৈরী করে বাগানে লাগানো হয়।
সাধারণ ব্যবহার : ফল হিসাবেই ব্যাপকভাবে ব্যবহৃত হয়।