প্রচলিত নাম : শিউলি ফুল, শেফালী
ইংরেজী নাম : Jasmine
বৈজ্ঞানিক নাম: Nyctanthes arbor-tristis Linn.
পরিবার : Nyctanthaceae
পরিচিতি : শিউলি শরতের ফুল। শক্ত কাণ্ডযুক্ত, বৃক্ষ দশ মিটার পর্যন্ত উঁচু হয়। পাতা সরল ডিম্বাকার, অগ্রভাগ সরু ও ধারগুলি খাজকাটা। পাতার উপর দিকটা খসখসে ও নিচের দিকটা ঘন ডাঁয়ায় ঢাকা। ফুল সাদা রঙের, মিষ্টি গন্ধযুক্ত। রাত্রিবেলায় ফুল ফোটে ও সূর্যোদয়ের পূর্বেই মাটিতে ঝরে পড়ে। ফল চ্যাপ্টা।
বিস্তৃতি : এর আদিনিবাস ভারতবর্ষ। আমাদের দেশে গ্রামের বাড়িসমূহে ও বিভিন্ন পার্কসমূহে সচরাচর শিউলী ফুলের দেখা মিলে।
ব্যবহার্য অংশ : পত্র, ত্বক, মুলের ছাল, ফুল ও ফল ।।
ঔষধী ব্যবহার :
১) শিউলী পাতার রস ঝাঝালো, তেতো। পাতার রস মধুসহ সেবনে অবিরাম জ্বর কমে যায়। এর পাতার রস পিত্ত ও কফনাশক এবং বলকারক।
২) জোলাপ হিসাবেও শিউলী পাতার রস খাওয়ানো হয়।
৩) পাতার সর চিনিসহ শিশুদের খাওয়ালে গোলকৃমি দূর করে দেয়।
৪) কোমরের ব্যথায় পাতার কৃাথ খাওয়ালো বেদনার উপশম হয়।
৫) ছালের রস সর্দি বের করে দেয়।
৬) দাদ, চুলকানি ইত্যাদি চর্মরোগে ফুলের ক্বাথ খুব উপকারী।
৭) শিউলী পাতা থেকে নিকট্যানথিস আৰ্বোরট্রিস্টিস নামক একটি ওষুধ তৈরী হয়।
৮) শিউলী ফুলের বীজ থেঁতো করে মাথায় মাখলে খুসকি কমে।
অন্যান্য ব্যবহার : শিউলী কাণ্ডের ছাল হলুদ রঙ হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া শিউলী পাতা কাঠের আসবাবপত্র পালিশ করার কাজে ব্যবহৃত হয়।