গাছপালা

পিয়াশাল গাছ

প্রচলিত নাম : পিয়াশাল

ইংরেজী নাম : Indian Kino tree

বৈজ্ঞানিক নাম : Pterocarpus marsupiun Roxb.

পরিবার : Fabaceae

পরিচিতি : পিয়াশাল গাছ সাধারণতঃ তিরিশ মিটার পর্যন্ত উঁচু হয়, গুড়ি খাড়া ও শাখাহীন। কাণ্ডের ব্যাস প্রায় আড়াই মিটার পিয়াশাল মাঝারি থেকে বড় ধরনের পর্ণনোচী বৃক্ষ। এর কাণ্ড অসমতল, ছালের রং ধূসর। ফুল পীতবর্ণ কিংবা শ্বেতবর্ণ। ফল চ্যাপ্টা। বর্ষাকালে ফুল ও গ্রীষ্মকালে ফল হয়।

বিস্তৃতি : ইহা ভারতের বিভিন্ন প্রদেশের গভীর জঙ্গলে দেখা যায়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সচরাচর দেখা যায়।

ব্যবহার্য অংশ : আঠা ও ত্বক।

ঔষধি ব্যবহার :

১) পিয়াশাল পার্কিনসন নামক রোগ সারাতে খুবই কার্যকরী ওষুধ।

২) পিয়াশাল কাঠের টুকরাকে সারারাত জলে ভিজিয়ে রাখলে জলের রং নীলাভ হয়ে যায়। ঐ নীলাভ জল পেটের আলসার বা ঘা সারাতে এক অব্যর্থ ওষুধ।

৩) দশ থেকে পনের দিন যাবৎ পিয়াশালের কাঠের ছাল ভেজানো জল পান করলে মধুমেহ বা ডায়াবেটিস রোগ সেরে যায়।

৪) এর আঠা আবার কোষ্টবদ্ধতা দূর করে।

সাধারণ ব্যবহারপশুর চামড়া ট্যান করতে ট্যানারিতে পিয়াশালের আঠা ব্যবহৃত হয়। কাগজ শিল্পে রঙ করার ও ছাপার কাজে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *