গাছপালা

গন্ধবাদালী

গন্ধবাদালী

প্রচলিত নাম : গন্ধালি

ইংরেজী নাম : Chinese Moon-creeper/Kings Tonic

বৈজ্ঞানিক নাম: Paederia foetida Linn.

পরিবার : Chinese Moon creeper/Kings Tonic

পরিচিতি : চরক ও সুশ্রত সংহিতায় গন্ধবাদালী বা গন্ধাল-এর নাম প্রসারণী এটি সংকুচিত পথকে প্রসারিত ও তার অবরোধ নিবারণ করে। যার ফলে বায়ুর স্বচ্ছন্দচারী স্বাভাবে বাধা এলে তাকে সরল করে। এজন্য এর নাম প্রসারণী ।

বিস্তৃতি : এটি বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও নেপালের সর্বত্র দেখা যায়। গন্ধবাদালী লতানো গাছ, সাধারণতঃ এটি অন্য গাছে বেয়ে ওঠে বা বেড়ায় দেখা যায়। বাংলাদেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী বনাঞ্চলে এটি প্রচুর দেখা যায় । বিক্ষিপ্তভাবে দেশের অন্যত্রও জন্মে। এটি চেনার বিশেষ উপায় হলো এর লতা-পাতায় উল্কট গন্ধ থাকে। এজন্য এর অপর একটি নাম পূতিগন্ধ । পাতা লতার সাথে বিপরীতমুখী হয়ে গজায়, আকারে ছোট পান পাতার মত। বর্ষাকালে এর লতা ও পাতা বেশী বাড়ে।

বংশ বিস্তার : সেপ্টেম্বর-অক্টোবর মাসে ফুল এবং নভেম্বর-ডিসেম্বর মাসে ফল পাকে। বীজ বা লতার কাটিং-এর সাহায্যে এর বংশ বিস্তার সম্ভব হলেও শিকড়সহ লতার অংশবিশেষ তুলে লাগালেও চারা হয় ।

ঔষধি ব্যবহার :

১) গন্ধবাদালীর প্রধান ব্যবহার আমাশয় বা পেটের অসুখে । আমাশয়ে গন্ধবাদালী পাতার রস ৩/৪ চামচ একটু গরম করে ৮/১০ ফোঁটা মধু মিশিয়ে খেলে সেরে যায়। পরিচিত এক উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা জানান যে, তিনি আমাশয়ে খুব কষ্ট পাচ্ছিলেন, কোন ওষুধেই খুব একটা কাজ হচ্ছিল না। এমতাবস্থায়, গন্ধবাদালী পাতার রস ব্যবহার করে তিনি বেশ সুস্থ হয়ে উঠেছেন। শিশুদের পেটের অসুখে, পেট ফাঁপায় এর পাতার রস দারুণ কাজ করে।

২) চরক সংহিতায় উল্লেখ আছে, হাতে বা পায়ের শিরা সংকুচিত হলে পাতা বেটে তিল তেলের সাথে মিশিয়ে গায়ে মাখলে

উপকার পাওয়া যায়।

৩) এর পাতার রসের সাথে এক কোয়া রসুন চিবিয়ে খেলে ২/৪ দিনের মধ্যেই আমবাতের যন্ত্রণা লাঘব হবে। পক্ষাঘাতেও এটি

ব্যবহারের বিধান আছে।

৪) শুক্রতারল্যে বা কমে গেলে ২ চামচ পাতার রসের সাথে ঘন গরম দুধ মিশিয়ে খাওয়ার উপদেশ দিয়েছেন প্রাচীন বৈদ্যগোষ্ঠী।

৫) কোষ্ঠকাঠিন্যে গন্ধবাদালী পাতার রস সকালে সামান্য লবনের সাথে মিশিয়ে খেলে অচিরেই সেরে যায়।।

৬) ৩ গ্রাম কাঁচা হলুদ বাটার সাথে ২ চামচ গন্ধবাদালী পাতার রস মিশিয়ে খেলে ২/১ দিনের মধ্যে অর্শের বলি মিলিয়ে যায়। ৭) দাঁতের ব্যথায় এর ফল খুব উপকারী।

৮) পাতার জলীয় নির্যাস পাথর গলিয়ে দেয় ও মূত্র বর্ধক হিসেবে কাজ করে।

রাসায়নকি উপাদান : a) Essential oil, b)Alkaloids, c) Straightly chain fatty alcohol, d) Sterols

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *