গাছপালা

কেরাক বেত

কেরাক বেত

প্রচলিত নাম : কেরাক

ইংরেজী নাম : Calamus latifolius Roxb

পরিবার : Palmae

পরিচিতি : কাণ্ডের বেড়, ২.৬-৩.৪ সে. মি.। পর্বগুলি স্পষ্ট, পর্বমধ্যের দৈর্ঘ্য ১৮.০-২১.০ সে. মি.। পাতার দৈর্ঘ্য ১.৮-২.১ মি.। সিরোজের দৈর্ঘ্য ০৬-১.০ মিটার । পত্রকগুলি পাতার রেকিসের উভয় পার্শ্বে উৎপন্ন হয়। পত্রকগুলি একান্তর বা অলটারনেটভাবে বিন্যস্ত তবে রেকিসের পার্শ্বে দুইটি বা তিনটি পত্রক একসাথে থাকে। রেকিসের অগ্রভাগে পত্রকগুলি একইস্থান হতে উৎপন্ন হয়েছে বলে মনে হয়। পত্রকের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩০.০-৬২.০ সে. মি. ও ৫.০-৮.০ সে. মি. । ফল গোলাকার, ফলের রং গাঢ় হতে ইষৎ কালো বা ধূসরও হতে পারে। তাজা একটি ফুলের ব্যাস ও ওজন যথাক্রমে ১.২-১.৪ সে. মি. ও ০.৩-০.৪ সে. মি.। ফল পাকার সময় মে-জুলাই মাস। ফল পাকার পরপরই ফুল ফোটে। বৎসরে একবার মাত্র ফুল ও ফল হয়। ভিতরে একটি মাত্র বীজ থাকে।

বীজ সংগ্রহ : জুন-জুলাই।

বংশ বিস্তার : পলিব্যাগে চারা ও মোথার সাহায্যে।

বিস্তৃতি : গ্রাম ও বনাঞ্চলে খুবই কম ঝাড় রহিয়াছে। গ্রামাঞ্চলে অপেক্ষাকৃত ছায়াযুক্ত ভিজা জায়গায় এবং বনাঞ্চলে পাহাড়ের ঢালুতে ও অপেক্ষাকৃত সমতল ভিজা জায়গায় ইহার ঝাড় বেশী দেখা যায়।

সাধারণ ব্যবহার : আসবাবপত্রের খুঁটি, ফ্রেইম ইত্যাদিতে ব্যবহার হয়ে থাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *