গাছপালা

জিগা গাছ (কপিলা, জিয়লভাদী)

প্রচলিত নাম : কপিলা, জিয়লভাদী

ইংরেজী নাম : Jiga

বৈজ্ঞানিক নাম : Lannea coromandelica Merr.

পরিবার : Anacardiaceae

পরিচিতি : মাঝারী আকারের পত্রঝরা বৃক্ষ। বাকল ধূসর ও গোলাকৃতির দাগ আছে। পাতা যৌগিক ২৫-৪৫ সে. মি. লম্বা, পত্রক ৭১৯টি, প্রতিমুখি, সবৃন্তক, বৃন্ত খাটো, পত্রক ৭.৫-১৫x ৫-৮ সে. মি. সরু ও বল্লমাকৃতির। ফুল ছোট হলুদাভ সবুজ, রেসিম ও বোটাহীন। ফল ড্রোপ (Drupe) ছোট ১.৬ সে. মি. পর্যন্ত লম্বা ও সবুজাভ হলুদ বর্ণের হয়।

বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র।

সাধারণ ব্যবহার : কাঠ সাদা, মোটামুটি শক্ত, ঘূণে নষ্ট করে না। তাই এ কাঠ গৃহনির্মাণ, সস্তা আসবাবপত্র, বুটের তলি, স্কাববোর্ড, বর্শার খাপ, গরুর গাড়ীর চাকার স্পোক, চেঁকি, বাঁকা, প্যাকিং কেস, নৌকা, কার্টি ব্লক, ট্রাপ, লাঙ্গলের হাতল, আচঁড়া, টুমটুম, শবশকট, টার্নেরী, প্লাইউড, রোলার, ববিন, চায়ের বাক্স ইত্যাদিতে ব্যবহৃত হয়। বাড়ীর পাশে জীবন্ত বেড়া হিসেবে এ গাছ লাগানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *