জিরবট গাছ
প্রচলিত নাম : জিরবট
ইংরেজী নাম : Jir Bat.
বৈজ্ঞানিক নাম : Ficus rumphii BL.
পরিবার : Moraceae
পরিচিতি : বড় আকারের পত্রহরিৎ বৃক্ষ। পাতা ৭-১২ ও ৪-৭ সে. মি. প্রশস্ত, ডিম্বাকৃতি, পত্রহরিৎ, সুচিক্কন, লম্বা এবং পত্রফলকের বোঁটার দিক অর্ধবৃত্তাকার। পাতা উজ্জ্বল ও পত্রফলকে ছোট ছোট দাগ আছে। ফল ফিগ রিসেপ্টাকাল, কাক্ষিক, বৃন্তহীন এবং পাকলে কালো হয়। পরিপক্ক ফলের ব্যাস ১.৩ সে. মি.।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র।
সাধারণ ব্যবহার : কাঠ খুবই নরম, ভঙ্গুর, স্পঞ্জি ও ভারী। তাই কাঠ জ্বালানী হিসাবেই ব্যবহৃত হয়। ফল চীর-কৃমিনাশক হিসাবে ব্যবহৃত হয়। পাতা উত্তম পশুখাদ্য।