নিরাপদ চিকিৎসা, স্ত্রী প্রজনন রোগ

বাহ্যিক যৌনাঙ্গে চুলকানি ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

বাহ্যিক যৌনাঙ্গে চুলকানি 

বাহ্যিক যৌনাঙ্গে চুলকানির প্রধান কারণ বাহ্যিক জননাঙ্গের ইনফেকশন ও চর্ম রোগ। পুনা ইতিহাস গ্রহন ও প্রকৃত কারণ নির্ণয় করে চিকিৎসা করাতে হবে।

 

প্রাথমিক চিকিৎসা।

সাধারণ ব্যবস্থাপনা

বাহ্যিক জননাঙ্গের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা।

স্বামীর জননাঙ্গ অঞ্চলে চর্ম রোগ থাকলে তার চিকিৎসা করা।

ডায়বেটিস থাকলে নিয়ন্ত্রণ করা।

 

ঔষধ। ১) এন্টিফাঙ্গাল (গর্ভবতীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)

জেনেরিক: ফুকোনাজল। ব্র্যান্ড: ফুগাল-৫০ (flugal-50)। প্রস্তুতকারক: স্কয়ার ডোজ: প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন রাতে একটি করে ৭ দিন।

২) এন্টি-হিস্টামিন:

| জেনেরিক; ফেক্সোফেনাডিন;

ব্র্যান্ড- ফেক্সো-১২০ (Fexo) , প্রস্তুতকারক: স্কয়ার। | | ১২০ মিগ্রা: প্রতিদিন বিকেলে একটি ।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞের নিকট প্রেরণ করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *