যৌনাঙ্গ বের হয়ে আসা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
যৌনাঙ্গ বাহির দিকে বের হয়ে আসা
চিকিৎসা বলা ভাষায় একে জেনিটাল প্রল্যান্স বলা হয়। সাধারণত মেনোপজ হওয়ায় এ কি বসে এ ধরনের সমস্যা দেখা যায়। রোগীর কাছে মনে হয় আছে কি দুআ স ভ্যাজাইনা দ্বারা বাইরের দিকে বের হয়ে আসছে, বিশেষত দাড়ি5ে হালা বা ইটাহাটি করলে। কিছু কিছু ক্ষেত্রে কিছু অংশ বাইরে বের হয়ে আনে, সে আশা ইনফেকশন হয়। এ ক্ষেত্রে রক্ত মিশ্রিত সাদা স্রাব, বেদনা, অস্বস্তি ইত্যদি থাকতে পারে। এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এ সমস্যার প্রধান চিকিৎসা অপারেশন।
তাই এ ধরনের রোগীকে স্ত্রীরোগ বিশেষজ্ঞের নিকট প্রেরণ করতে হবে।