যৌণ মিলনে অস্বস্তি
এখানে অস্বস্তি বলতে বেদনা কিংবা জ্বালাপোড়া হওয়াকে বোঝায়। এর প্রধান কারন। ইনফেকশন। যৌন মিলনে অস্বস্তি ও অনিহা ব্যপার দুটি এক নয়। মূলত অস্বস্তি যৌনাঙ্গের রোগ জনিত আর অনিহা মানসিক কারনে সৃষ্ট। আবার উভয়ই একসাথে। থাকতে পারে। আবার একটি থাকায় অপরটি সৃষ্টি হতে পারে।
প্রাথমিক চিকিৎসা
১) সাধারণ ব্যবস্থাপনা।
পুষ্টিকর খাবার খাওয়া
পরিমিত পানি পান করা
ব্যক্তিগত পরিচ্ছন্নতা মেনে চলা।
২) ঔষধ (গর্ভবতীর ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
ক)এন্টিবায়োটিক :
। জেনেরিক: এজিথ্রোমাইসিন (azithromycin) 🙂
ব্র্যান্ড : জিথ্রিন (zithrin) প্রস্তুকারক: রেনাটা।
ডোজ: ৫০০ মিগ্রা সকালে খালি পেটে-৫ দিন। | খ) এন্টি প্রোপ্রোটোজোয়াল :
জেনেরিক: মেট্রোনিডাজল (Metronidazole)
ব্র্যান্ড: ফ্লামিড-৫০০ (Flamyd) , প্রস্তুতকারক-ইনসেপটা। । ডোজ: সকাল+রাত ৫ দিন। গ) এন্টি ফাঙ্গাল :
জেনেরিক: ফুকোনাজল
ব্র্যান্ড: ফুগাল-১৫০ (flugal) । প্রস্তুতকারক: স্কয়ার । ভোজ: একক মাত্রা রাতে ।
ভole)
পরবর্তীতে দ্রুত একজন এমবিবিএস মানের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।