হার্নিয়া থেকে মুক্তির উপায় ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
ইনগুইনাল হার্নিয়া
ইনগুইনাল ক্যানেলের মধ্যে ইন্টেস্টাইন প্রবেশ করে তখন তাকে ইনগুইনাল হার্নিয়া। (inguinal hernia) বলা হয় ।
পুরুষদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার হার বেশি। জন্মগত ত্রুটি, পূর্বে হার্নিয়া হওয়ার ইতিহাস, প্রিম্যাচিউর বার্থ, অতিরিক্ত দৈহিক ওজন, ক্রনিক কফ (দীর্ঘদিন কাশি থাকা), ক্রনিক কনস্টিপেশন, এক নাগাড়ে অনেকক্ষন ধরে দাড়িয়ে থাকার অভ্যাস ইত্যাদি প্রভাব এখানে প্রভাব বিস্তার করে।
এ সমস্যা হলে সাধারনভাবে সাধারনত রোগী তার ইনগুইনাল অঞ্চলে (কুঁচকী) ফিত কোন কিছুর অস্তিত্বের কথা বলে। পুরুষদের ক্ষেত্রে স্ক্রোটাম ফিত হওয়া ও ভারী বোধ হওয়ার কথা বলে। কিছু কিছু ক্ষেত্রে কুচকী অঞ্চলে বেদনা অনুভূত হওয়ার কথা বলে যা কাশি, ব্যয়াম বা সামনের দিকে ঝুঁকলে বৃদ্ধি পায়। কিছু কিছু ক্ষেত্রে তলপেটে বা অন্ডথলিতে বেদনা থাকতে পারে।
এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত একজন সার্জারী বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।