নিরাপদ চিকিৎসা, ফুড এলার্জি ও পয়জনিন

বদহজম এর লক্ষণ ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

বদ হজম

বদ হজম শব্দটির সঠিক সজ্ঞা দেয়া কঠিন। সাধারনত বদ হজম বলতে কোন কিছু খাওয়ার পর পেট ফাঁপা বোধ হওয়া, অস্বস্তিকর ঢেকুর ওঠা, বার বার মলত্যাগের বেগ হওয়া, মল তুলনামূলক তরম হওয়া ইত্যাদি সমস্যা কে বোঝানো হয়। কারো কারো। ক্ষেত্রে দুধ খেলে, চর্বিজাতীয় খাবার খেলে বা অন্যান্য যে কোন খাবারে নিয়মিত এ সমস্যা হতে পারে। ল্যাকটোজ ইনটলারেন্স, ফ্যাট ইনটরারেন্স ইত্যাদি কারনে এ সমস্যাগুলো হতে পারে। আবার অন্ত্রের বিশেষ রোগ যেমন- ম্যালএবজরপশন সিন্ড্রোম ইত্যাদির কারনেও হতে পারে।

 

বেশি দিন এ ধরনের সমস্যা থাকলে রোগীকে একজন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের নিকট প্রেরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *