স্নায়ু ও মাংসপেশীর রোগ

অসংলগ্ন কথা বলা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

অসংলগ্ন কথা বলা আচরণ করা

কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রোগী সম্পূর্ণ অচেতন নয়। এ ক্ষেত্রে রোগী নিজে থেকে কথা বলে বা শব্দ করে তবে আদেশের প্রতি সম্পূর্ণ সাড়া দেয়না। রোগী নিজে থেকে বসতে পারে বা নড়াচড়া করতে পারে, বেদনার প্রতি সাড়া দেয়। এ ক্ষেত্রে রোগী অসংলগ্ন আচরণ করতে পারে বা অসংলগ্ন কথা বলতে পারে। এ অবস্থাতে সাব কনসাস স্টেট (subconscious state) বলা হয় ।

 

এ অবস্থার কারণ অচেতনার ন্যায় তবে মানসিক কারণও এখানে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *