মাথা ব্যথার কারণ এবং প্রতিকার ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
মাথা ব্যথা
মাথাব্যথা শুধু স্নায়ুতন্ত্রের সমস্যা তা নয়। নাকের সমস্যা, সাইনাসের ইনফেকশন (সাইনুসাইটিস) চোখের সমস্যা, মস্তিস্কে টিউমার ইত্যাদি আরো বেশ কিছু কারনে মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথা বিভিন্ন ধরনের হতে পারে। কারো ক্ষেত্রে মাথার পেছনের দিকে ব্যথা, কারো অর্ধেক মাথা, কারো কপালে, কারো সম্পূর্ণ মাথায় ব্যথা অনুভব হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে মাথা ব্যথা সামান্য সমস্যা আবার কারো ক্ষেত্রে তা মারাত্বক সমস্যার ক্ষুদ্র বহিঃপ্রকাশ মাত্র।
মাথায় আঘাতের পর মাথাব্যথা হলে কিংবা মাথাব্যথা ও বমি হলে রোগীকে সাথে সাথে হাসপাতালে নিতে হবে। কারো উচ্চরক্তচাপ থাকলেও মাথাব্যথা ও বমি হলে তাকেও সাথে সাথে হাসপাতালে নিতে হবে।
প্রাথমিক চিকিৎসা
সাধারণ ব্যবস্থাপনা
কারো মাথা ব্যথা হলে তাকে নিরব আরামদায়ক পরিবেশে শুইয়ে দিতে হবে।
কারো ক্ষেত্রে মাথায় সামান্য পানি দিলে আরাম বোধ হয়। তার
ঔষধ (প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে)।
ক) এনালজেসিক: মৃদু ও মধ্যম মাত্রার ক্ষেত্রে জেনেরিক: প্যারাসিটামল (paracetamol) ; ব্রান্ড-নাপা (NAPA), প্রস্তুতকারক: বেক্সিমকো: ক. |
ডোজ:
প্রাপ্ত বয়স্ক: ট্যাবলেট-নাপা র্যাপিড় এক সাথে দুটো একক মাত্রা। এরপর
একটি করে দিনে ৩ বার। শিশু-৫ থেকে ১২ বছর : ২ চামচ দিনে ৩ বার।
দীর্ঘদিন মাথাব্যথা হলে একজন এমবিবিএস মানের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।